Top 5 Mutual Funds with highest gains in 1 year Top 5 Mutual Funds with highest gains in 1 year

১ বছরেই রয়েছে মালামাল অফার, জেনে নিন এই পাঁচটি মিউচুয়াল ফান্ডের খতিয়ান

img

মিউচুয়াল ফান্ড হল এমন একটি জায়গা যেখানে আপনি যদি হিসেব করে বিনিয়োগ করতে শুরু করেন তাহলে সেখান থেকে ভাল লাভ আসতে থাকবে। তবে তার আগে আপনাকে জেনে নিতে হবে কোথায়, কত টাকা বিনিয়োগ করবেন।

img

এলআইসি এমএফ গোল্ডে ১ বছরের সময়ে সুদের হার রয়েছে ৩৪.২১ শতাংশ। এখানে এইউএম রয়েছে ১.৪৯ কোটি টাকা। এখানে রয়েছে ভাল অ্যাসেট ভ্যালু। এখানে বিনিয়োগ করা সোনাতে বিনিয়োগ করার সমান।

img

এলআইসি এমএফ গোল্ডে রেশিও থাকছে ০.২০ শতাংশ। এখানে আপনি ২০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। সেখানে যদি আপনি ১ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন সেখান থেকে ১ বছর পর ২ লাখ ১ হাজার ৩১৫ টাকা পাবেন।

img

ইউটিআই গোল্ড ইটিএফ ১ বছরের সময়ে সুদ দেবে ৩৩.৬৯ শতাংশ। এখানে এইউএম রয়েছে ২৬৫ কোটি টাকা। এখানে রেশিও রয়েছে ০.১৮ শতাংশ। সেখানে আপনি ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি এখানে ১ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে আপনি ২ লাখ ৫৩৫ টাকা পাবেন।

img

এসবিআই গোল্ড ফান্ডে ১ বছরের সময়ে সুদ মিলবে ৩৩.৬৩ শতাংশ। এখানে বেস প্রাইস রয়েছে ৪,১৫৫ কোটি টাকা। এখানে রেশিও রয়েছে ০.১০ শতাংশ। এখানে ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি এখানে ১ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে আপনি ২ লাখ ৪৪৫ টাকা পাবেন।

img

অ্যাক্সিস গোল্ড ফান্ডে ১ বছরের সময়ে সুদ মিলবে ৩৩.০৭ শতাংশ। এখানে রেশিও থাকবে ০.১৭ শতাংশ। এখানে ১০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি ১ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে ১ বছর পর আপনি পাবেন ১ লাখ ৯৯ হাজার ৬০৫ টাকা।

img

আইসিআইসিআই প্রুডেন্সিশিয়াল ফার্মা হেলথকেয়ার ফান্ডে ১ বছরে সুদের হার রয়েছে ২২.৭৭ শতাংশ। এখানে রেশিও রয়েছে ১.০৫ শতাংশ। এখানে আপনি ১০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। সেখানে যদি ১ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন সেখানে আপনি ১ বছর পর ফেরত পাবেন ১ লাখ ৮৪ হাজার ১৫৫ টাকা।

img

তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য দেখে নেবেন। যদি আপনার কোনও লোকসান হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।