SBI 1111 Day vs Central Bank of India 999 Day FD: Which is better for Senior CitizensSBI 1111 Day vs Central Bank of India 999 Day FD: Which is better for Senior Citizens
এসবিআই নাকি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোথায় সিনিয়র সিটিজেনদের সুবিধা বেশি
Sumit Charkaborty
বৃহস্পতিবার, 03 জুলাই 2025
1
9
ফিক্সড ডিপোজিট মানেই হল একটি নির্দিষ্ট টাকার অঙ্ক বিনিয়োগ করে সেখান থেকে ভাল টাকা রিটার্ন পাওয়া। এই তালিকায় এগিয়ে রয়েছে বেশ কয়েকটি ব্যাঙ্ক।
2
9
এসবিআই ১১১১ দিনের গ্রিণ ডিপোজিট স্কিম সকলকে ভাল সুদের হার দেবে। এখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.২০ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৭০ শতাংশ হারে সুদ।
3
9
অন্যদিকে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৯৯৯ দিনের গ্রিণ ডিপোজিট স্কিমেও রয়েছে ভাল সুদের হার। এখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৫০ শতাংশ হারে সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭ শতাংশ হারে সুদ।
4
9
এসবিআই-তে যদি জেনারেল সিটিজেনরা ৪ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে ১১১১ দিন পর ম্যাচিউরিটি ভ্যালু হবে প্রায় ৫ লাখ ৪২ হাজার ৬৭৮ টাকা। পাশাপাশি সুদ মিলবে প্রায় ৯২ হাজার ৬৭৮ টাকা।
5
9
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যদি ৯৯৯ দিনের জন্য ৪ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে নির্দিষ্ট সময় পর জেনারেল সিটিজেনরা পাবেন ৫ লাখ ৩৬ হাজার ৮৫১ টাকা। এখানে সুদ পাবেন প্রায় ৮৬ হাজার ৮৫১ টাকা।
6
9
এসবিআই স্কিমে যদি সিনিয়র সিটিজেনরা ৫ লাখ ৫০ হাজার টাকা ১১১১ দিনের জন্য বিনিয়োগ করেন তাহলে সেখানে তাদের ম্যাচিউরিটি ভ্যালু হবে ৬ লাখ ৬৩ হাজার ২৭৪ টাকা। অন্যদিকে সুদ পাবেন প্রায় ১ লাখ ১৩ হাজার ২৭৪ টাকা।
7
9
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যদি সিনিয়র সিটিজেনরা ৯৯৯ দিনের জন্য ৫ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে সেখানে ম্যাচিউরিটি ভ্যালু হবে ৬ লাখ ৫৬ হাজার ১৫১ টাকা। সুদ পাবেন প্রায় ১ লাখ ৬ হাজার ১৫১ টাকা।
8
9
এই স্কিমকে বলা হয় গ্রিন ডিপোজিট স্কিম। এখানে কোনও অবস্থাতেই আপনার লোকসান হবে না। এগুলি সবই আরবিআই-এর গাইডলাইন মেনে হবে।
9
9
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য দেখে নেবেন। যদি আপনার কোনও লোকসান হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।