Vastu Tips in which place wall clock should place in house o get good luck Vastu Tips in which place wall clock should place in house o get good luck

ঘরের কোথায়-কীভাবে ঘড়ি রাখলে ঘুরবে ভাগ্যের চাকা? বাস্তুর নিয়ম মানলেই কখনও অভাব হবে না টাকার

img

আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা হল বাস্তুশাস্ত্র। জীবনে সুখ, সমৃদ্ধি এবং সুস্থতার জন্য বাস্তুশাস্ত্রে বেশ কিছু নিয়ম মেনে চলা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কথিত রয়েছে, বাস্তুর নিয়ম সঠিকভাবে মেনে চললেই আসে সাফল্য, কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন হয় সুখের। এই বাস্তুশাস্ত্রে ঘরের কোথায় ঘড়ি রাখা উচিত সেবিষয়েও ব্যাখ্যা রয়েছে।

img

যদিও সময়ের সঙ্গে দেওয়াল ঘড়ির চল কমেছে। কিন্তু এখনও অনেকের বাড়িতেই দেওয়াল ঘড়ি রয়েছে। দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ বাড়ির একটা অবিচ্ছেদ্য অংশ। তবে দেওয়ালে তো ঘড়ি লাগালেই হল না, ঘরের কোন দিকে কেমন দেওয়াল ঘড়ি লাগাবেন, বাস্তু মতে তাও জানা জরুরি। তবেই সংসারে থাকবে সুখ সমৃদ্ধি।

img

বাস্তুর নিয়ম অনুসারে, দেওয়াল ঘড়ি রাখার সবথেকে উপযুক্ত স্থান হল পূর্ব, পশ্চিম এবং উত্তর দিকের দেওয়াল। তবে এর মধ্যে পশ্চিম দিকের দেওয়ালের চেয়ে পূর্ব এবং উত্তর দিকের দেওয়ালই ঘড়ি টাঙানোর জন্য সবচেয়ে শুভ। যদি পূর্ব অথবা উত্তর দিকের দেওয়ালে একেবারেই ঘড়ি টাঙানোর মতো জায়গা না থাকে, তবেই পশ্চিম দিকের দেওয়ালে তখনই ঘড়ি টাঙান। ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে ঘড়ি না লাগানোই ভাল।

img

হিন্দু ধর্ম অনুসারে, উত্তর দিকে ঘড়ি লাগালে অর্থলাভ হয় বলে মনে করা হয়। আবার পূর্বদিকের দেওয়ালে ঘড়ি রাখলে ক্ষমতা ও প্রতিপত্তি লাভ হয়। অন্যদিকে, পশ্চিম দিক ঘড়ি লাগালে জীবনে স্থিতি আসে। তবে দক্ষিণ দিক হল যমরাজের দিক। তাই ভুলেও এই দিকে দেওয়ালে ঘড়ি লাগানো উচিত নয়।

img

বাস্তু মতে, দরজার উপরে ঘড়ি টাঙানো উচিত নয়। একইসঙ্গে আপনার ঘরে ঘড়ি এত উপরে টাঙাবেন না যাতে তা দরজার মাথাকে ছাপিয়ে যায়। আবার বেডরুমে দেওয়াল ঘড়ি লাগালে তা পূর্ব দিকের দেওয়ালে লাগানোই শ্রেয়। সঙ্গে বিছানা থেকে যতটা সম্ভব দূরে ঘড়ি রাখুন।

img

দেওয়ালে ভুলেও নষ্ট বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি রাখবেন না। এতে জীবনে দুর্ভাগ্য আসে বলে মনে করা হয়। একইসঙ্গে দেওয়ালে যে ঘড়ি টাঙাবেন তার কাঁচ যেন ঝাপসা বা ফাটল ধরা না হয়। খেয়াল রাখতে হবে, দেওয়াল ঘড়ি যেন সব সময় সঠিক সময় দেখায়।

img

বাস্তু অনুসারে, ঘরের ভিতর কখনও নীল, কালো এবং কমলা ঘড়ি রাখবেন না। গোলাকার দেওয়াল ঘড়ি সবচেয়ে শুভ। একইসঙ্গে বেডরুমে পেন্ডুলাম ঘড়ি লাগালে সংসারে অশান্তি দেখা দিতে পারে।