Sensex ends 288 points lower and Nifty settles below 25500 Sensex ends 288 points lower and Nifty settles below 25500

শেয়ার বাজারে রক্তক্ষরণ চলছেই, আর কতদিন চলবে এই পরিস্থিতি

img

বুধবার শেয়ার বাজারে ফের রক্তক্ষরণ চলল। এদিন দিনের শেষে সেনসেক্স ২৮৭.৬০ পয়েন্ট নিচের দিকে শেষ করল। অন্যদিকে নিফটি ফিফটি শেষ করল ২৫ হাজার ৪৫৩.৪০ পয়েন্টে।

img

শেয়ার বিশেষজ্ঞরা মনে করছেন বিগত কয়েকদিনে বাজার খানিকটা ওপরের দিকে থাকলেও ফের তা নিচের দিকে চলেছে। এই পরিস্থিতি এত জলদি ঠিক হবে না।

img

এদিন সবার ওপরে ছিল টাটা স্টিল। তারা ৩.৭২ শতাংশ লাভ করে। অন্যদিকে এশিয়ান পেইন্টস লাভ করে ২.১৫ শতাংশ।

img

আল্ট্রাটেক সিমেন্ট লাভ করে ১.৬০ শতাংশ। ট্রেন্ট লাভ করে ১.৪৩ শতাংশ। মারুতি সুজুকি লাভ করে ১.৩৮ শতাংশ।

img

বাজাজ ফিনসার্ভ নিচের দিকে যায় ২.১০ শতাংশ। এরপরই ছিল লারসেন অ্যান্ড টার্বো। তারা হারিয়েছে ১.৮৭ শতাংশ।

img

বাজার ফিনান্স এদিন নিচের দিকে যায় ১.৪৮ শতাংশ। অন্যদিকে এইচডিএফসি ব্যাঙ্ক হারিয়েছে ১.৩০ শতাংশ। ভারত ইলেকট্রনিক্স নিচের দিকে যায় ১.২৮ শতাংশ।

img

নিফটি মিডক্যাপ ১০০ পয়েন্ট হারিয়ে চলে যায় ০.১৪ শতাংশ। নিফটি স্মলক্যাপ নিচের দিকে গিয়ে হয় ০.৪১ শতাংশ।

img

যদিও নিফটি মেটাল ১.৪১ শতাংশ লাভ করে। নিফটি কনজিউমার লাভ করেছে ১.০৪ শতাংশ। নিফটি হেলথকেয়ার পেয়েছে ০.৩৪ শতাংশ লাভ।

img

নিফটি অটো লাভ করেছে ০.৩২ শতাংশ। নিফটি ফার্মা পেয়েছে ০.৩২ শতাংশ লাভ। নিফটি আইটি লাভ করেছে ০.১২ শতাংশ।

img

নিফটি রিয়েলিটি নিচের দিকে গিয়েছে ১.৪৪ শতাংশ। নিফটি ফিনান্সিয়াল সার্ভেস নিচের দিকে গিয়েছে ১.০৯ শতাংশ।

img

নিফটি প্রাইভেট ব্যাঙ্ক নিচের দিকে গিয়ে হয়েছে ০.৬৫ শতাংশ। নিফটি মিডিয়া হারিয়েছে ০.৩৬ শতাংশ।