How much higher interest rate you can get on special Fixed Deposit on SBI How much higher interest rate you can get on special Fixed Deposit on SBI

স্পেশাল ফিক্সড ডিপোজিটে সুদের হারে কোন ব্যাঙ্ক এগিয়ে, বিনিয়োগের আগেই দেখে নিন

img

যদি ফিক্সড ডিপোডিট করতে চান তাহলে আপনাকে ভালভাবে জেনে নিতে হবে কোথায় বিনিয়োগ করলে সেখান থেকে আপনার ভাল টাকা আসবে। সেখানে সবার আগে রয়েছে এসবিআই। তবে তার সঙ্গে অন্য ব্যাঙ্কগুলির তুলনা করলেই আপনি সহজেই পার্থক্য বুঝতে পারবেন।

img

এসবিআই অমৃত বৃষ্টি স্কিমে রয়েছে ৪৪৪ দিনের সময়। এখানে সিনিয়র সিটিজেনরা সুদ পাবেন ৭.১০ শতাংশ। অন্যদিকে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৬০ শতাংশ।

img

যদি এখানে ১২ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে সেখানে সিনিয়র সিটিজেনরা পাবেন ১৩ লাখ ৬১ হাজার ৭২৬ টাকা। অন্যরা পাবেন ১৩ লাখ ৫৩ হাজার ৬০৮ টাকা।

img

ব্যাঙ্ক অফ বারোদাতে ৪৪৪ দিনের সময়ে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.১০ শতাংশ সুদ। অন্যদিকে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৬০ শতাংশ হারে সুদ।

img

যদি এখানে ১২ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে সিনিয়র সিটিজেনরা পাবেন ১৩ লাখ ৬১ হাজার ৭২৬ টাকা। জেনারেল সিটিজেনরা পাবেন ১৩ লাখ ৫৩ হাজার ৬০৮ টাকা।

img

ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫০ শতাংশ হারে সুদ। অন্যদিকে জেনারেল সিটিজেনরা পাবেন ৭ শতাংশ হারে সুদ। সময় রয়েছে ৯৯৯ দিন।

img

যদি এখানে ১২ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে সেখানে সিনিয়র সিটিজেনরা পাবেন ১৫ লাখ ৩১ হাজার ৯১২ টাকা। জেনারেল সিটিজেনরা পাবেন ১৫ লাখ ১১ হাজার ৪৫৯ টাকা।

img

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৩৯০ দিনের ফিক্সড ডিপোজিটে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.২০ শতাংশ হারে সুদ। জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৭০ শতাংশ হারে সুদ।

img

এখানে ১২ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করলে সিনিয়র সিটিজেনরা পাবেন ১৩ লাখ ৪৯ হাজার ৩৬ টাকা। জেনারেল সিটিজেনরা পাবেন ১৩ লাখ ৪১ হাজার ৯৭১ টাকা।

img

তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।