স্পেশাল ফিক্সড ডিপোজিটে সুদের হারে কোন ব্যাঙ্ক এগিয়ে, বিনিয়োগের আগেই দেখে নিন
Sumit Charkaborty
বুধবার, 02 জুলাই 2025
1
10
যদি ফিক্সড ডিপোডিট করতে চান তাহলে আপনাকে ভালভাবে জেনে নিতে হবে কোথায় বিনিয়োগ করলে সেখান থেকে আপনার ভাল টাকা আসবে। সেখানে সবার আগে রয়েছে এসবিআই। তবে তার সঙ্গে অন্য ব্যাঙ্কগুলির তুলনা করলেই আপনি সহজেই পার্থক্য বুঝতে পারবেন।
2
10
এসবিআই অমৃত বৃষ্টি স্কিমে রয়েছে ৪৪৪ দিনের সময়। এখানে সিনিয়র সিটিজেনরা সুদ পাবেন ৭.১০ শতাংশ। অন্যদিকে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৬০ শতাংশ।
3
10
যদি এখানে ১২ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে সেখানে সিনিয়র সিটিজেনরা পাবেন ১৩ লাখ ৬১ হাজার ৭২৬ টাকা। অন্যরা পাবেন ১৩ লাখ ৫৩ হাজার ৬০৮ টাকা।
4
10
ব্যাঙ্ক অফ বারোদাতে ৪৪৪ দিনের সময়ে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.১০ শতাংশ সুদ। অন্যদিকে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৬০ শতাংশ হারে সুদ।
5
10
যদি এখানে ১২ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে সিনিয়র সিটিজেনরা পাবেন ১৩ লাখ ৬১ হাজার ৭২৬ টাকা। জেনারেল সিটিজেনরা পাবেন ১৩ লাখ ৫৩ হাজার ৬০৮ টাকা।
6
10
ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫০ শতাংশ হারে সুদ। অন্যদিকে জেনারেল সিটিজেনরা পাবেন ৭ শতাংশ হারে সুদ। সময় রয়েছে ৯৯৯ দিন।
7
10
যদি এখানে ১২ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে সেখানে সিনিয়র সিটিজেনরা পাবেন ১৫ লাখ ৩১ হাজার ৯১২ টাকা। জেনারেল সিটিজেনরা পাবেন ১৫ লাখ ১১ হাজার ৪৫৯ টাকা।