Heatwave burning Europe Spain France Portugal suffering most Heatwave burning Europe Spain France Portugal suffering most

স্পেনে ৪৬ ডিগ্রি, পর্তুগালে ৪৩, তাপপ্রবাহে পুড়ছে গোটা ইউরোপ, সতর্কতা জারি বেশ কিছু দেশে

img

ইউরোপের উত্তরাংশ প্রবল দাবদাহের কবলে পড়েছে। স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি এবং ব্রিটেনের কিছু অংশে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। প্রবল গরমে দাবানলের কারণে তুরস্কের ৫০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার তাপমাত্রা নতুন সর্বোচ্চে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বৃষ্টিপাতের ফলে স্বস্তি ফিরে আসবে।

img

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সচিব অ্যান্তনিও গুতেরেস সেভিয়া থেকে টুইট করে বলেন, “প্রবল গরম এখন আর বিরল ঘটনা নয়। এখন তা সাধারণ বিষয়। আমাদের গ্রহ আরও উত্তপ্ত এবং আরও বিপজ্জনক হয়ে উঠছে।“

img

পর্তুগাল: পর্তুগিজ কর্তৃপক্ষ ১৮টি জেলার মধ্যে সাতটিতে লাল সতর্কতা জারি করেছে কারণ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস (১০৯ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছনোর পূর্বাভাস রয়েছে। লিসবনের ৬০ মাইল দক্ষিণে অবস্থিত মোরা-তে তাপমাত্রা ৪৬.৬ ডিগ্রি (১১৫.৯ ডিগ্রি ফারেনহাইট)তে পৌঁছেছে। আলভেগার তাপমাত্রা ছুঁয়েছে ৪৫ ডিগ্রিতে।

img

ইতালি: দেশের ২৭টির মধ্যে ২১টি শহরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। টাস্কানির মতো কিছু উষ্ণতম অঞ্চলে হাসপাতালে ভর্তির হার ২০% বেড়েছে। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে লোকজনকে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নেপলস, পালেরমোর মতো শহরে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

img

স্পেন: শনিবার দক্ষিণ-পশ্চিম স্পেনের লা গ্রানাদো শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস। গত ছয় দশকে কখনও এত গরম পড়েনি সে দেশে। এর আগে ১৯৬৫ সালে সেভিয়াতে জুন মাসে ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। স্পেনের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত বছরের প্রথম তাপপ্রবাহ থেকে কোনও স্বস্তি পাওয়ার সম্ভাবনা নেই। রবিবারের জাতীয় গড় তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস (৮২ ডিগ্রি ফারেনহাইট) ১৯৫০ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে যা নতুন সর্বোচ্চ তাপমাত্রা।

img

ফ্রান্স: মরসুমের প্রথম বড় ধরণের দাবানল দেখা গিয়েছে দক্ষিণ অউড অঞ্চলে। ৪০০ হেক্টরেরও বেশি জমি পুড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের সহায়তার জন্য প্যারিসে শ্যেন নদীর ধারে মিস্টিং স্টেশন স্থাপন করা হয়েছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমের শহরগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। রবিবার মার্সেইয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস

img

তুরস্ক: সে দেশে আবাসিক এলাকার কাছাকাছি দাবানলের কারণে গ্রামগুলি খালি করতে বাধ্য হয়েছে প্রশাসন। ইজমির বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আগুনের কারণে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হতে পারে সেই আশঙ্কায় হাতাই প্রদেশে দেড় হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দাবানলের কারণে তুরস্কের ৫০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।

img

গ্রিস: গ্রিসের একাংশেও তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রি (সেলসিয়াস)-র ঘরে। দক্ষিণ এথেন্সে দাবানলের পরিধি আরও বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।

img

জার্মানি: বুধবার দক্ষিণ জার্মানিতে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস (১০২ ফারেনহাইট) পর্যন্ত পৌঁছনোর পূর্বাভাস দেওয়া হয়েছে। কিছু শহর ও অঞ্চল নদী ও হ্রদ থেকে কতটা জল নেওয়া যাবে তার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।