ট্রেনে যাতায়াত এবার আরও সহজ, জুলাই মাসের প্রথম দিন থেকেই রেলে একগুচ্ছ পরিবর্তন, এক খবরেই দেখে নিন তালিকা
Kaushik Roy
মঙ্গলবার, 01 জুলাই 2025
1
7
যাত্রী সুবিধা ও পরিচালনা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে একগুচ্ছ পরিবর্তন করেছে ভারতীয় রেল। মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে এই পরিবর্তন গুলি। জানা গিয়েছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে অনুমোদিত হয়েছে এই সিদ্ধান্তগুলি।
2
7
রেলের তরফে জানানো হয়েছে, এখন থেকে রিজার্ভেশন চার্ট ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ৮ ঘণ্টা আগে দিয়ে দেওয়া হবে। এতদিন চার ঘণ্টা আগে চার্ট দেওয়া হত।
3
7
এসি শ্রেণির জন্য ওয়েটিং লিস্ট কোটা বাড়িয়ে মোট আসনের ৬০ শতাংশ করা হয়েছে। এতদিন ২৫ শতাংশ নির্ধারিত ছিল এসি ওয়েটিং লিস্টের কোটা।
4
7
নন-এসি স্লিপার ও দ্বিতীয় শ্রেণির কোচগুলিতে ওয়েটিং তালিকার সর্বোচ্চ সীমা ৩০ শতাংশ নির্ধারিত করা হয়েছে।
5
7
১ জুলাই থেকে IRCTC ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে তৎকাল টিকিট বুক করতে গেলে আধার ভিত্তিক যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে।
6
7
১ জুলাই থেকে বাড়ছে ট্রেনের ভাড়াও। নন এসি টিকিটে প্রতি কিলোমিটার ১ পয়সা করে বাড়ছে রেলের ভাড়া। এসি কোচে রেল ভাড়া বাড়াচ্ছে ২ পয়সা করে।
7
7
১ জুলাই থেকে চালু হচ্ছে New Passenger Reservation System। এর মাধ্যমে প্রতি মিনিটে ১.৫ লক্ষ টিকিট কাটা যাবে। এর আগে প্রতি মিনিটে ৩২,০০০ টিকিট কাটা যেত একসঙ্গে।