IRCTC Indian Railways Changing In Railways Starting Today: Full List IRCTC Indian Railways Changing In Railways Starting Today: Full List

ট্রেনে যাতায়াত এবার আরও সহজ, জুলাই মাসের প্রথম দিন থেকেই রেলে একগুচ্ছ পরিবর্তন, এক খবরেই দেখে নিন তালিকা

img

যাত্রী সুবিধা ও পরিচালনা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে একগুচ্ছ পরিবর্তন করেছে ভারতীয় রেল। মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে এই পরিবর্তন গুলি। জানা গিয়েছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে অনুমোদিত হয়েছে এই সিদ্ধান্তগুলি।

img

রেলের তরফে জানানো হয়েছে, এখন থেকে রিজার্ভেশন চার্ট ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ৮ ঘণ্টা আগে দিয়ে দেওয়া হবে। এতদিন চার ঘণ্টা আগে চার্ট দেওয়া হত।

img

এসি শ্রেণির জন্য ওয়েটিং লিস্ট কোটা বাড়িয়ে মোট আসনের ৬০ শতাংশ করা হয়েছে। এতদিন ২৫ শতাংশ নির্ধারিত ছিল এসি ওয়েটিং লিস্টের কোটা।

img

নন-এসি স্লিপার ও দ্বিতীয় শ্রেণির কোচগুলিতে ওয়েটিং তালিকার সর্বোচ্চ সীমা ৩০ শতাংশ নির্ধারিত করা হয়েছে।

img

১ জুলাই থেকে IRCTC ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে তৎকাল টিকিট বুক করতে গেলে আধার ভিত্তিক যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে।

img

১ জুলাই থেকে বাড়ছে ট্রেনের ভাড়াও। নন এসি টিকিটে প্রতি কিলোমিটার ১ পয়সা করে বাড়ছে রেলের ভাড়া। এসি কোচে রেল ভাড়া বাড়াচ্ছে ২ পয়সা করে।

img

১ জুলাই থেকে চালু হচ্ছে New Passenger Reservation System। এর মাধ্যমে প্রতি মিনিটে ১.৫ লক্ষ টিকিট কাটা যাবে। এর আগে প্রতি মিনিটে ৩২,০০০ টিকিট কাটা যেত একসঙ্গে।