‘ওয়ান্ডারফুল…’, ‘ব্রেকআপ’ পর্ব শেষে ফের এক হচ্ছেন ট্রাম্প-মাস্ক! মার্কিন মুলুকে দিন দিন বদলাচ্ছে সম্পর্কের রসায়ন!
Riya Patra
সোমবার, 30 জুন 2025
1
8
দু’ জনের সম্পর্কের রসায়ন যে হারে বদলাচ্ছে, তাতে বেশ চিন্তায় মার্কিন মুলুক। এক সময়ের ঢালাও প্রশস্তি। ঠিক তার পরেই আবার আদায়-কাচকলায় সম্পর্ক। সোশ্যাল মিডিয়া একসময় উত্তাল হয়েছিল ট্রাম্প-মাস্কের লাভ-এক্স-ধোঁকা সমীরকণ নিয়ে।
2
8
তবে ফের কয়েকদিনেই একেবারে বদলে গেল পরিস্থিতি? ট্রাম্পের মন্তব্যে ইঙ্গিত তেমনটাই। এই প্রসঙ্গেই, প্রথমে পিছিয়ে যাওয়া যাক কিছুটা। ব্যবসায়ী মাস্ক, একেবারে কোমর বেঁধে মাঠে নেমেছিলেন ট্রাম্পকে জেতানোর জন্য। পরের মাসখানেক ঠিকঠাক চললেও, সুর কেটেছে। ব্যবসায়ী ইদানিং একমত হতে পারছেন না প্রেসিডেন্টের সঙ্গে।
3
8
দু’ জন, দু’ জনের বিরুদ্ধে সমক্ষে মন্তব্য করেছিলেন। মাস্ক বলেছিলেন, তাঁর জন্যই জিতেছেন ট্রাম্প। ট্রাম্প বলছেন, একেবারেই তা নয়। এসবের মাঝেই আবার মাস্ক বলেছেন, এপস্টাইন ফাইলে নাম রয়েছে ট্রাম্পের।
4
8
অতি সম্প্রতিও ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নিয়ে কটাক্ষ করেছিলেন মাস্ক।
5
8
এই বিল নিয়েই দু’ জনের বিবাদের সূত্রপাত। শনিবারেও মাস্ক এই বিলকে ধ্বংসাত্বক সিদ্ধান্ত, উন্মাদের সিদ্ধান্ত বলে উল্লেখ করেছিলেন।
6
8
তার মাঝেই আবার উলটো সুর ট্রাম্পের গলায়। রবিবার ট্রাম্প ইলন মাস্ককে ‘ওয়ান্ডারফুল গাই’ বলে উল্লেখ করেছেন।
7
8
মার্কিন প্রেসিডেন্ট রবিবার বলেন, ‘আমার ওঁর সঙ্গে খুব বেশি কথা হয়নি। তবে মাস্ক একজন ওয়ান্ডারফুল মানুষ। আমি জানি, ভবিষ্যতেও ও সব ভাল করবে। ‘
8
8
ট্রাম্পের এই মন্ত্যবের পরেই জল্পনা জোর, তবে কি ‘স্মার্ট বয়’-এর সঙ্গে বিবাদ ভুল বোঝাবুঝি মিটিয়ে নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।