Ginger is a key secret to keep one young
Ginger is a key secret to keep one young
বয়সের ছাপ ত্রিসীমানাতেও আসবে না! বলিরেখা ছুঁতেও ভয় পাবে যদি নিয়মিত খান এই জিনিস
-
SOURAV GOSWAMI
-
বৃহস্পতিবার, 19 জুন 2025
ত্বক টানটান ও দীপ্তিময় রাখতে আদা একটি প্রাকৃতিক উপায়—যা বয়সের ছাপ কমায় ও ত্বকে প্রাণ ফিরিয়ে আনে।
আদার মধ্যে থাকা জিঞ্জারল ও শোগাওল ত্বককে দূষণ ও সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে।
আদা কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে টানটান করে, বলিরেখা ও ফাইন লাইন কমাতে সাহায্য করে।
আদা রক্তপ্রবাহ বাড়িয়ে ত্বকের নিস্তেজভাব দূর করে ও একটানা উজ্জ্বলতা এনে দেয়।
আদার অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ ত্বকের প্রদাহ কমায়, ব্রণ ও দাগ হালকা করে।
আদা শরীরকে ডিটক্স করতে সাহায্য করে, যার প্রভাব পড়ে ত্বকের স্বাস্থ্যেও।
মাস্ক, চা, তেল, অথবা আদাযুক্ত প্রোডাক্ট—যেভাবে পারুন, নিয়মিত ব্যবহার করুন।
ত্বকে লাগানোর আগে পরীক্ষা করে নিন। ফ্রেশ আদা ব্যবহার করুন, এবং খাবারেও রাখুন নিয়মিত।