IMD Weather Forecast Extremely Heavy Rainfall Warning in Eight States Till 31 May IMD Weather Forecast Extremely Heavy Rainfall Warning in Eight States Till 31 May

৮ রাজ্য কাঁপাচ্ছে প্রবল ঝড়-বৃষ্টি, চারদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা, আবহাওয়ার মেগা-বদল

img

মে মাস। দাবদাহের পরিবর্তে ঝেঁপে বৃষ্টি একটানা। আগাম বর্ষার প্রবেশে তুমুল দুর্যোগের ঘনঘটা রাজ্যে রাজ্যে। আবহাওয়ার এহেন বদলে রীতিমতো চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।

img

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মে মাসের বাকি দিনগুলিতে বৃষ্টি স্বস্তি দিলেও, দুর্যোগের জেরে ভোগান্তি আরও পোহাতে হবে। একাধিক রাজ্যে ঝড়বৃষ্টির বড় অ্যালার্ট জারি রয়েছে। জল জমতে পারে রাস্তাঘাটে। বিমান, ট্রেন চলাচল ব্যাহত হতে পারে।

img

মৌসম ভবনের লেটেস্ট পূর্বাভাস, মঙ্গলবার অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকে। পাশাপাশি কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।

img

আজ কেরল ও মাহেতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে‌। বুধবার থেকে শনিবার পর্যন্ত কেরল ও মাহে জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে।

img

কর্ণাটকেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির দাপট আরও বাড়বে আগামিকাল, বুধবার থেকে। বুধবার থেকে রবিবার, অর্থাৎ পয়লা জুন পর্যন্ত কর্ণাটক জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

img

২৬ মে, সোমবার ১৯ বছরে প্রথমবার আগাম বর্ষার প্রবেশ মুম্বইয়ে।‌ নির্ধারিত সময়ের ১৬ দিন আগে বর্ষা ঢুকেছে শহরে। চলতি মাসের শেষভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুম্বইয়ে।

img

৩১ মে পর্যন্ত তামিলনাড়ুতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কঙ্কন, পশ্চিম ঘাট এলাকায়, মধ্য মহারাষ্ট্রে আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

img

এদিকে তুমুল বৃষ্টির পাশাপাশি একাধিক রাজ্যে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। একটানা উত্তাল থাকবে সমুদ্র। কেরল, কর্ণাটক, গোয়া, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের ৩১ মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।