DRDO to test most dangerous rocket launcher Pakistan and China should be worriedDRDO to test most dangerous rocket launcher Pakistan and China should be worried
পাকিস্তান এবং চীনের জন্য দুঃসংবাদ, সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র পরীক্ষা করতে চলেছে ভারত
অভিজিৎ দাস
মঙ্গলবার, 27 মে 2025
1
9
ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও) দেশের সামরিক শক্তি বৃদ্ধির জন্য একটি নতুন রকেট সিস্টেম তৈরি করেছে।
2
9
এর নাম পিনাকা এমকে ৩ (PINAKA MKIII) গাইডেড সিস্টেম রকেট। এটি ১২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে। শীঘ্রই এর পরীক্ষা করবে ডিআরডিও। এটি পাকিস্তান এবং চীনের অস্ত্রের বিরুদ্ধে সুরক্ষার অন্যতম হাতিয়ার হতে চলেছে ভারতীয় সেনার জন্য।
3
9
পিনাকা এমকে ৩ হল একটি মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার (এমবিআরএল) সিস্টেম। পুনেতে ডিআরডিওর আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (এআরডিই) এবং অন্যান্য গবেষণাগারের সহযোগিতায় এটি তৈরি করা হয়েছে। এটি পিনাকা পরিবারের সবচেয়ে উন্নত সংস্করণ। পূর্ববর্তী এমকে ১ (৪০ কিমি রেঞ্জ), এমকে ২ (৬০-৯০ কিমি) এবং গাইডেড পিনাকা (৭৫-৯০ কিমি)-এর তুলনায় অনেক উন্নত।
4
9
পিনাকা এমকে ৩ প্রায় ১২০ কিমি দূরের লক্ষ্যবস্তুতে ২৫০ কেজি বোমা বয়ে নিয়ে গিয়ে আঘাত হানতে সক্ষম। রকেটটির ব্যাসার্ধ ৩০০ মিলিমিটার। ডিআইডিও-র তৈরি অত্যাধুনিক ন্যাভিগেশন সিস্টেম ব্যবহার করে এটি।
5
9
বর্তমানে যে সব রকেট লঞ্চার ব্যবহার করা হচ্ছে সেগুলি থেকেই নতুন পিনাকা-কে ছোঁড়া যাবে। এর ফলে খরচ অনেক কম হবে। একসঙ্গে আটটি রকেট ছোঁড়া যায় লঞ্চারগুলি থেকে। মাত্রে ৪৪ সেকেণ্ডে সাড়ে তিন লক্ষ বর্গমিটার এলাকা ধ্বংস করতে সক্ষম।
6
9
২০২৪ সালের নভেম্বর মাসে গাইডেড পিনাকার সফল পরীক্ষা করা হয়েছিল। এর পরেই পিনাকা এমকে ৩-এর পরীক্ষা করতে চলেছে ডিআরডিও।
7
9
চীনের পিএইচএল-০৩ (পাল্লা ৭০-১৩০ কিমি) এবং পাকিস্তানের এ-১০০ (পাল্লা ১২০ কিমি) দূরপাল্লার রকেটের মোকাবিলা করার জন্য ভারতের নতুন রকেটের প্রয়োজন হয়ে পড়েছিল।
8
9
পিনাকা এমকে ৩-এর নির্ভুল গাইডেড নেভিগেশন সিস্টেমের ফলে এটি লাদাখ এবং কার্গিলের মতো পার্বত্য অঞ্চলে বিশেষভাবে কার্যকরী। এটি কঠিন ভূখণ্ড সত্ত্বেও নির্ভুলভাবে শত্রু বাঙ্কার এবং সেনাঘাঁটিগুলিতে আঘাত হানতে পারে।
9
9
২০২১ সালে ভারতীয় সেনা বিরুদ্ধ শক্তির হুমকির মোকাবিলায় পিনাকা সিস্টেমের ১২০ কিমি এবং ৩০০ কিমি উভয় ধরণের অস্ত্রের অনুমোদন দেয়। ডিআরডিও ইতিমধ্যেই ২০০ থেকে ৩০০ কিমি পাল্লার পরবর্তী প্রজন্মের পিনাকা সংস্করণ নিয়ে কাজ শুরু করেছে।