মেয়ে দেখলেই বিয়ের প্রস্তাব দিতেন সাজিদ খান!গওহর খানের সঙ্গে বিচ্ছেদের পর কী হাল হয়েছিল পরিচালকের?
Snigdha Dey
মঙ্গলবার, 27 মে 2025
1
8
সংবাদসংস্থা মুম্বই: এক সময় পরিচালক সাজিদ খান ও অভিনেত্রী গওহর খানের প্রেম নিয়ে বলিপাড়ায় চর্চা ছিল তুঙ্গে।
2
8
তাঁদের বিচ্ছেদের পরেও একইভাবে দু'জনের সম্পর্ক নিয়ে চলে নানা কাঁটা ছেঁড়া।
3
8
এক সাক্ষাৎকারে, সাজিদ খান, গওহর খানের সঙ্গে তাঁর অতীতের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি স্বীকার করেন, "বিচ্ছেদের পরে আমি অনেক মেয়ের সাথে আড্ডা দিতাম, তাঁদের মিথ্যা বলতাম।"
4
8
তিনি আরও বলেন, "যদিও কখনও এত বোকামি করতাম না, কিন্তু আমি প্রতিটি মেয়েকে বলতাম 'আমি তোমাকে ভালবাসি' এবং 'তুমি কি আমাকে বিয়ে করবে?'।"
5
8
সাজিদ মজার ছলে বলেন, "এখন পর্যন্ত আমার ৩৫০ বার বিয়ে করা উচিত ছিল, কিন্তু তা হয়নি।"
6
8
তিনি বলেন, "আমি নিশ্চিত যে আমার জীবনে যে মেয়েদের সাথেই ছিলাম না কেন, তারা কোথাও না কোথাও আমাকে কিছুটা মিস করেছে এবং আমাকে কিছুটা তিরস্কারও করেছে।"
7
8
গওহরের সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি বলেন, "আমরা কয়েক বছর একসঙ্গে ছিলাম। সে খুব সুন্দরী মেয়ে। আমি কোনও অনুষ্ঠানে প্রকাশ্যে নাম নিতে পছন্দ করি না, তবে এটা নিয়ে লুকোচুরির কিছুই নেই।"
8
8
সাজিদ বলেন, "রাখঢাকের কারণ নেই এখন।গোটা বিশ্ব আমাদের সম্পর্কে জানে। আমাদের বাগদানের খবরও সেই সময় প্রচারিত হয়েছিল। কিন্তু তারপর সবটা বদলে যায়।"