When Sajid Khan reflected on his breakup with Gauahar Khan When Sajid Khan reflected on his breakup with Gauahar Khan

মেয়ে দেখলেই বিয়ের প্রস্তাব দিতেন সাজিদ খান!গওহর খানের সঙ্গে বিচ্ছেদের পর কী হাল হয়েছিল পরিচালকের?

img

সংবাদসংস্থা মুম্বই: এক সময় পরিচালক সাজিদ খান ও অভিনেত্রী গওহর খানের প্রেম নিয়ে বলিপাড়ায় চর্চা ছিল তুঙ্গে।

img

তাঁদের বিচ্ছেদের পরেও একইভাবে দু'জনের সম্পর্ক নিয়ে চলে নানা কাঁটা ছেঁড়া।

img

এক সাক্ষাৎকারে, সাজিদ খান, গওহর খানের সঙ্গে তাঁর অতীতের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি স্বীকার করেন, "বিচ্ছেদের পরে আমি অনেক মেয়ের সাথে আড্ডা দিতাম, তাঁদের মিথ্যা বলতাম।"

img

তিনি আরও বলেন, "যদিও কখনও এত বোকামি করতাম না, কিন্তু আমি প্রতিটি মেয়েকে বলতাম 'আমি তোমাকে ভালবাসি' এবং 'তুমি কি আমাকে বিয়ে করবে?'।"

img

সাজিদ মজার ছলে বলেন, "এখন পর্যন্ত আমার ৩৫০ বার বিয়ে করা উচিত ছিল, কিন্তু তা হয়নি।"

img

তিনি বলেন, "আমি নিশ্চিত যে আমার জীবনে যে মেয়েদের সাথেই ছিলাম না কেন, তারা কোথাও না কোথাও আমাকে কিছুটা মিস করেছে এবং আমাকে কিছুটা তিরস্কারও করেছে।"

img

গওহরের সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি বলেন, "আমরা কয়েক বছর একসঙ্গে ছিলাম। সে খুব সুন্দরী মেয়ে। আমি কোনও অনুষ্ঠানে প্রকাশ্যে নাম নিতে পছন্দ করি না, তবে এটা নিয়ে লুকোচুরির কিছুই নেই।"

img

সাজিদ বলেন, "রাখঢাকের কারণ নেই এখন।গোটা বিশ্ব আমাদের সম্পর্কে জানে। আমাদের বাগদানের খবরও সেই সময় প্রচারিত হয়েছিল। কিন্তু তারপর সবটা বদলে যায়।"