How much return will senior citizens and others get if they deposit RS 20 lakh in SBI FD for one two and five years How much return will senior citizens and others get if they deposit RS 20 lakh in SBI FD for one two and five years

এসবিআই এফডি: ১, ৩ ও ৫ বছরের মেয়াদে জমা ২০ লাখ টাকা, রিটার্ন কত পাবেন প্রবীণ এবং অন্যান্যরা?

img

প্রবীণ এবং সাধারণ নাগরিকদের জন্য ১ বছর, ৩ বছর এবং ৫ বছর মেয়াদী অমৃত বৃষ্টি প্রকল্পে ২০,০০,০০০ টাকা বিনিয়োগে মেয়াদপূর্তিতে কত মিলবে? দেখে নিন একনজরে...

img

এফডি-র সময়কাল কয়েক দিন থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে।

img

এই ৪৪৪ দিনের বিশেষ এফডি প্রকল্পে এসবিআই প্রবীণ নাগরিকদের জন্য বার্ষিক সুদের হার ৭.৩৫ শতাংশ এবং অন্যদের জন্য ৬.৮৫ শতাংশ দেয়।

img

এসবিআই অমৃত বৃষ্টি স্কিমে, প্রবীণ নাগরিকরা ২১,৮০,২১২ টাকা এবং অন্যরা ২১,৬৭,৮৬৬ টাকা পাবেন।

img

১ বছরের এফডি-তে প্রবীণ নাগরিকরা বার্ষিক ৭ শতাংশ হারে সুদ পান, অন্যরা পান ৬.৫০ শতাংশ সুদ।

img

প্রবীণ নাগরিকরা ১ বছরে ২১,৪০,০০০ টাকা এবং অন্যরা ২১,৩০,০০০ টাকা পাবেন।

img

প্রবীণ নাগরিক ৩ বছরের এফডি-তে বার্ষিক ৭.০৫ শতাংশ হারে সুদ পান, অন্যরা পান ৬.৫৫ শতাংশ সুদ।

img

৩ বছরের মেয়াদে প্রবীণ নাগরিক ১ বছরে ২৪,৫৩,৫২২ টাকা এবং অন্যরা ২৪,১৯,৩০৩ টাকা পাবেন।

img

প্রবীণ নাগরিক ৫ বছরের এফডি-তে বার্ষিক ৭.৩০ শতাংশ হারে সুদ পান, অন্যরা পান ৬.৩০ শতাংশ হারে সুদ।

img

৫ বছরে প্রবীণ নাগরিকরা ২৮,৪৪,৬৪৮ টাকা এবং অন্যরা ২৭,১৪,৫৪০ টাকা পাবেন।