Daily Horoscope: Shani Jayanti will effect positively on these Zodiac Signs check astrological prediction of Tuesday 27 May 2025 Daily Horoscope: Shani Jayanti will effect positively on these Zodiac Signs check astrological prediction of Tuesday 27 May 2025
মঙ্গলবার শনি জয়ন্তীতে বিরল শুভ যোগ! ভাগ্যের চাকা ছুটবে এই রাশির, শনির রোষে জীবন তছনছ কাদের?
Soma Majumdar
মঙ্গলবার, 27 মে 2025
1
13
আজকাল ওয়েবডেস্ক: আজ ২৭ মে পালিত হচ্ছে শনি জয়ন্তী। কথিত রয়েছে, এই তিথিতে জন্মগ্রহণ করেছেন সূর্যপুত্র শনিদেব। এবছরের শনি জয়ন্তী অত্যন্ত বিশেষ। কারণ এবার শনি জয়ন্তীতে পড়েছে জ্যৈষ্ঠ মাসের বড়মঙ্গল, সঙ্গে আজকের দিনে কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র ও সুকর্ম যোগের সংমিশ্রণ হতে চলেছে। এছাড়াও সূর্য ও বুধ একসঙ্গে বুধাদিত্য যোগ তৈরি করছে। আবার দ্বিপুষ্কর যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগও গঠিত হবে। আর এই সমস্ত শুভ যোগের প্রভাবে আজ বেশ কয়েকটি রাশির দিন ভাল কাটতে চলেছে। তবে কয়েকটি রাশির পিছু ছাড়বে না দুর্ভাগ্য।
2
13
মেষ- মঙ্গলবার মেষ রাশির জন্য ভাল দিন হতে চলেছে। কাজের চাপ থাকবে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। আর্থিক পরিস্থিতির উন্নতির যোগ রয়েছে।
3
13
বৃষ- পূর্বের পরিকল্পনার কোনও কাজ সম্পন্ন করতে পারেন। ব্যবসায়ে বুঝেশুনে সিদ্ধান্ত নিন। নচেৎ লোকসানের আশঙ্কা রয়েছে। স্বাস্থ্যের সামান্য অবনতি হতে পারে।
4
13
মিথুন- আজ মিথুন রাশির জাতক-জাতিকারা নতুন কোনও কাজ শুরু করতে পারেন। পরিবারে শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। ব্যবসায়ে আর্থিক লাভ হবে।
5
13
কর্কট- আজ কর্কট রাশির দিনটি ভালই যাবে। আইন সংক্রান্ত বিষয়ে জয় পেতে পারেন। সমাজে যশ-সম্মান বাড়বে। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন।
6
13
সিংহ- মঙ্গলবার সিংহ রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা ভোগাতে পারে। পরিবারের সদস্যের সঙ্গে মতবিরোধ হতে পারে। গাড়ি চালানোর সময়ে সাবধানতা অবলম্বন করুন।
7
13
কন্যা- স্বাস্থ্য ঠিক রাখতে খাদ্যাভাসের দিকে নজর রাখতে হবে। ব্যবসায়ে বড় চুক্তি হাতছাড়া হতে পারে। যার ফলে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
8
13
তুলা- পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। অনেক দিনের অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। গাড়ি-বাড়ি কেনার যোগ রয়েছে।
9
13
বৃশ্চিক- কর্মক্ষেত্রে কোনও বিশেষ মানুষের থেকে সাহায্য পাবেন। স্বাস্থ্যের উন্নতি হবে। ব্যবসায়ে বড় কোনও বিনিয়োগ করতে পারেন। যা ভবিষ্যতে লাভ হবে।
10
13
ধনু- পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়বেন। অফিসে সহর্কমীদের সঙ্গে মতানৈক্য হতে পারে। সচেতন না হলেই কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা রয়েছে।
11
13
মকর- আজ মকর রাশির জাতক-জাতিকাদের কর্মব্যস্ততা থাকবে। নতুন কোনও কাজ শুরু করার শুভ সময়। তবে যে কোনও কাজই প্রাথমিকভাবে কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে। তাই আরাম করলে চলবে না।
12
13
কুম্ভ- আজ কুম্ভ রাশির জাতক-জাতিকাদের মানসিক চাপ বাড়বে। ব্যবসায়ে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। খুব কাছের কোনও মানুষের থেকে আঘাত পেতে পারেন।
13
13
মীন- আজকের দিনটি মীন রাশির জাতক-জাতিকাদের বেশ ভালই কাটবে। অনেক দিন ধরে কোনও সমস্যায় জর্জরিত থাকলে এবার সমাধান খুঁজে পাবেন। প্রিয়জনের থেকে আর্থিক সাহায্য পেতে পারেন।