এক রাজ্যেই সংক্রমণ ২৫০ পার, নতুন ভ্যারিয়েন্ট থেকেই কি ফের অতিমারী? বড় তথ্য এল সামনে
Riya Patra
রবিবার, 25 মে 2025
1
12
করোনাকালের দগদগে ঘা এখনও শুকোয়নি। বিধ্বস্থ স্বাস্থ্য ব্যবস্থা, কোমর ভাঙা অর্থনীতি থেকে ধীরে ধীরে সোজা হচ্ছে বিশ্ব। তার মাঝেই, গত কয়েকদিনে ফের আতঙ্ক। আতঙ্ক অতিমারীর নতুন ঢেউ নিয়ে।
2
12
যত বাড়ছে সংক্রমণ, তত বাড়ছে প্রশ্ন। প্রশ্ন-তাহলে কি ফের চালু হবে মাস্ক পড়া? পরিস্থিতি বিচারে কি আবার তবে লকডাউন? তাই হলে, কী হবে অর্থব্যবস্থা? কী করে সামাল দেওয়া যাবে এই নয়া দফা?
3
12
করোনার নয়া সংক্রমণের মাঝেই জানা গিয়েছে, ভারতে খোঁজ মিলেছে এই সংক্রমণের নতুন ভ্যারিয়েন্টের। শনিবার এনবি.১.৮.১ এবং এলএফ.৭-এর চার ধরনের ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে ।
4
12
২০২৫ সালের মে পর্যন্ত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এলএফ.৭ এবং এনবি.১.৮.১ সাবভেরিয়েন্টগুলিকে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিংহিসাবে শ্রেণিবদ্ধ করেছে, ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বা ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসাবে নয়।কিন্তু চিন এবং এশিয়ার নানা জায়গায় এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে ইতিমধ্যে, নত্যুন ঢেউয়ে এই সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন বহু।
5
12
চলতি মাসে, এখনও পর্যন্ত কেবল কেরলেই সংক্রমিতের সংখ্যা ২৭০। কর্ণাটকের সরকারি তথ্য, সে রাজ্যে এই মাসে নতুন ৩৫টি করোনা সংক্রমণের খবর মিলেছে। তবে সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি সংক্রমণই মৃদু, চিকিৎসা চলছে বাড়িতে থেকেই।
6
12
শুক্রবার দিল্লিতে ২৩ জন কোভিড-১৯ আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। সরকার সমস্ত হাসপাতালকে শয্যা, অক্সিজেন, ওষুধ এবং টিকা সরবরাহের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে।
7
12
প্রায় তিন বছরের মধ্যে এই প্রথম দিল্লিতে কোভিড-১৯ আক্রান্তের খবর পাওয়া গেল। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ২৩ জন কোভিড রোগীর কারওরই স্বাস্থ্যের খুব একটা অবনতি ঘটেনি।
8
12
২৩শে মে প্রকাশিত এক সরকারি বিবৃতি অনুসারে, হরিয়ানায় চারটি সক্রিয় কোভিড-১৯ সংক্রমণ রয়েছে। গুরুগ্রাম এবং ফরিদাবাদে দু’ জন করে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, রোগীদের কারও সাম্প্রতিক আন্তর্জাতিক ভ্রমণের ইতিহাস নেই।
9
12
হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী আরতি সিং রাও শনিবার জনসাধারণকে আশ্বস্ত করেছেন, রাজ্য সরকার কোভিড-১৯ সংক্রমণের সাম্প্রতিক বৃদ্ধি নিয়ন্ত্রণে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। আতঙ্কের কারণ নেই বলেও জানিয়েছেন তিনি।
শনিবার খাস কলকাতায় ১ এবং দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে দু’জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। জানা গিয়েছে, ডায়মন্ডহারবার হাসপাতালে দুই রোগীর করোনা পরীক্ষা করতেই রিপোর্ট পজিটিভ আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মগরাহাটের ২ নম্বর ব্লকের উত্তর রাধানগর খাঁ পাড়া এলাকার বছর কুড়ির এক মহিলা ও ঈশ্বরীপুর এলাকার এক কিশোরের শরীরে ছড়িয়েছে সংক্রমণ। মূলত শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়েছিল তাঁদের।
12
12
প্রসঙ্গত, বর্তমানে দেশে করোনায় আক্রান্ত ৩১২ জন। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দু' জনের।