আয়ুষ্মান যোগে ঘুরবে ভাগ্যের চাকা! দিনের পর দিন আটকে থাকা কাজ হাসিল হবে কোন কোন রাশির?
Akash Debnath
শনিবার, 24 মে 2025
1
8
আজকাল ওয়েবডেস্ক: হিন্দুধর্ম অনুসারে শনিবার হল শনি ঠাকুরের দিন। অন্যদিকে আজ ২৪ মে চন্দ্র মীন রাশি ছেড়ে মেষ রাশিতে গোচর করবে। আজ সারাদিন আয়ুষ্মান যোগ ও সৌভাগ্য যোগের প্রভাব থাকছে। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে মন মস্তিষ্ক এবং অনুভূতির কারক হিসাবে গণ্য করা হয়।
2
8
অন্যদিকে আয়ুষ্মান যোগ চন্দ্র দ্বারা শাসিত এবং অত্যন্ত কল্যাণকর বলে মনে করা হয়। কাজেই আজকের দিন যে বিশেষ কিছু রাশির জাতকদের জন্য সৌভাগ্য বয়ে আনবে তা বলাই বাহুল্য।
3
8
মেষ রাশি: বিশেষ করে মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি উল্লেখযোগ্যভাবে সৌভাগ্যপূর্ণ হওয়ার ইঙ্গিত মিলেছে। রাজনীতির ক্ষেত্রে সুনাম বাড়বে। বন্ধুদের থেকে উল্লেখযোগ্য সাহায্য মিলতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসতে পারে। বহু দিন থেকে আটকে থাকা পাওনা টাকা আদায় হতে পারে।
4
8
বৃষ রাশি: বিভিন্ন দিক থেকে আর্থিক সহায়তা প্রাপ্তি এবং কর্মক্ষেত্রে আনন্দের পরিবেশ বজায় থাকতে পারে। পরিবারেও ভাল কিছু ঘটার সম্ভাবনা প্রবল। চাকুরীজীবীদের সুবিধা পাওয়ার যোগ রয়েছে।
5
8
মিথুন রাশি: অর্থের দিক থেকে আজ ভাল খবর পেতে পারেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধিরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে যাঁদের যানবাহনের ব্যবসা তাঁরা আজ লাভবান হতে পারেন। পারিবারিক সুখশান্তি বজায় থাকবে, তবে নিকটাত্মীয়দের সঙ্গে ঝগড়া না করাই শ্রেয়।
6
8
কর্কট রাশি: আর্থিক ভাগ্য বেশ ভাল। বিভিন্ন দিক থেকে আয়ের সুযোগ আসতে পারে। পূর্বে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা এবং কর্মজীবন নিয়ে দুশ্চিন্তা কমতে পারে। ইন্টারভিউ থাকলে পাশ করার সম্ভাবনা রয়েছে। বেকারত্ব দূর হতে পারে। তবে শারীরিক দিক থেকে আজ পেটের গোলযোগ দেখা দিতে পারে।
7
8
মীন রাশি: যে কাজই করবেন, পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। সুখ ও সমৃদ্ধি বৃদ্ধির যোগ রয়েছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রচেষ্টা আপনার অনুকূলে থাকবে। আটকে থাকা কাজে অগ্রগতি এবং লাভের সুযোগ বাড়তে পারে।
8
8
অন্যান্য রাশির জাতকদের জন্যও দিনটি মিশ্র ফল দিতে পারে। তবে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে ভাবনাচিন্তা করবেন। মনে রাখবেন এই রাশিফল একটি সাধারণ ধারণা দিতে পারে। ব্যক্তিভেদে ভাগ্যের চাকা বিভিন্ন দিকে ঘুরতে পারে।