Gold and Silver rate in kolkata 24th may 2025
Gold and Silver rate in kolkata 24th may 2025
ফের কমল হলুদ ধাতুর দাম, বিয়ের মরসুমে মেয়ের বাবাদের আর পায় কে!
-
Rajat Bose
-
শনিবার, 24 মে 2025
ফের সোনার দামে পতন। শহর কলকাতায় সামান্য কমল সোনার দাম।
শনিবার ২৪ মে ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম ৯১৪৫০ টাকা। শুক্রবার যা ছিল ৯১৫০০ টাকা।
২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম হয়েছে ৯৬২০০ টাকা। শুক্রবার দাম ছিল ৯৬২৫০ টাকা।
২৪ ক্যারাটের পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম ৯৫৭০০ টাকা। শুক্রবার তা ছিল ৯৫৭৫০ টাকা।
রুপোর দামেও হয়েছে পতন। শনিবার ১ কেজি খুচরো রুপোর দাম ৯৭৮৫০ টাকা। শুক্রবার দাম ছিল ৯৯০৫০ টাকা।
১ কেজি রুপোর বাটের দাম দাঁড়িয়েছে ৯৭৭৫০ টাকা। শুক্রবার দাম ছিল ৯৮৯৫০ টাকা।
দেশের অন্যান্য শহরের মধ্যে চেন্নাইয়ে ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম শনিবার ৯৭৫২০ টাকা। ২২ ক্যারাটের দাম ৮৯৩৯০ টাকা।
বাণিজ্যনগরী মুম্বইয়ে ২৪ ক্যারাটের দাম ৯৭৫২০ টাকা। ২২ ক্যারাটের দাম ৮৯৩৯০ টাকা।
রাজধানী দিল্লিতে ২৪ ক্যারাটের দাম ৯৭৬৭০ টাকা। ২২ ক্যারাটের দাম ৮৯৫৪০ টাকা।
বেঙ্গালুরুতে ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম শনিবার ৯৭৫২০ টাকা। ২২ ক্যারাটের দাম ৮৯৩৯০ টাকা।