Poonam Paney shared her bold thoughts about own body Poonam Paney shared her bold thoughts about own body

কখনওই জামাকাপড় পরতে ইচ্ছে করে না পুনম পাণ্ডের! নিজের শরীরকে ভালবেসে কোন গোপন কাজ করেন দুষ্টু ছবির নায়িকা?

img

সংবাদসংস্থা মুম্বই: প্রায়ই বিতর্কে উঠে আসে দুষ্টু ছবির নায়িকা পুনম পাণ্ডের নাম। এমনকী নিজের মৃত্যুর গুজব ছড়িয়েও বিতর্কের ঝড় তৈরি করেছিলেন। অভিনেত্রীর প্রিয়জনেরা শোকপ্রকাশ করতে শুরু করেন।

img

কিন্তু ঘটনার দু’দিন পরে দেখা যায়, দিব্যি আছেন তিনি। জরায়ুমুখের ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই নাকি উদ্যোগী হয়েছিলেন তিনি।

img

আবার বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়েও প্রাক্তন স্বামীকে পুলিশে ধরিয়ে চর্চায় আসেন। এমনিতেই তাঁর ভিডিও হিল্লোল তোলে অনুরাগীদের হৃদয়ে।

img

মাসকয়েক আগেই তিনি রাস্তায় বেরোতেই তাঁর সঙ্গে ছবি তোলার অছিলায় চুম্বন দিতে এগিয়ে আসেন এক অনুরাগী।

img

কিছুদিন আগে মহা কুম্ভে স্নান করেও কটাক্ষের শিকার হয়েছিলেন পুনম। অনেক বলিউড সেলিব্রিটি এবং রাজনীতিবিদ পবিত্র স্নান করতে প্রয়াগরাজে গিয়েছিলেন। সেই তালিকায় যোগ দিয়েছিলেন পুনম পাণ্ডে। যদিও পুণ্যস্নানে গিয়েও কটাক্ষ তাঁর পিছু ছাড়েনি।

img

এবার ফের শিরোনাম দখল করলেন পুনম। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন,

img

তিনি আরও বলেন,

img

কয়েকদিন আগে ইমরান হাশমিকে চুমু খেতে চেয়েও চর্চায় উঠে এসেছিলেন অভিনেত্রী। যদিও পুনমের ইচ্ছে প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি ইমরান।