SBI 5 Year FD vs Senior Citizens Savings Scheme can give you good returns SBI 5 Year FD vs Senior Citizens Savings Scheme can give you good returns

ফিক্সড ডিপোজিট নাকি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, কোনটি বেশি লাভজনক

img

দেশের অন্যতম সেরা ব্যাঙ্কের তালিকায় রয়েছে এসবিআই। এখানে মানুষ অতি সহজেই নিজের টাকা বিনিয়োগ করতে পারেন। এখানে যে ফিক্সড ডিপোজিট বা সিনিয়র সিটিজেনদের স্কিম রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

img

এসবিআই তাদের ৫ বছরের ফিক্সড ডিপোজিটে জেনারেল সিটিজেনরা ৩.৩০ শতাংশ সুদ থেকে শুরু করে ৬.৮৫ শতাংশ সুদ পেতে পারেন। এখানে সিনিয়র সিটিজেনরা ৭.৩৫ শতাংশ সুদও পেতে পারেন।

img

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার থাকবে ৮.২ শতাংশ করে। এখানে টাকা বিনিয়োগ করলে সেখান থেকে ভাল রিটার্ন আসতে পারে। এখানে প্রতি তিন মাস অন্তর বিনিয়োগ করতে পারেন।

img

যদি এসবিআই ফিক্সড ডিপোজিটে একবারে ৭ লাখ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে সেখানে আপনি ৫ বছর পর হাতে পারেন ২ লাখ ৫৬ হাজার ৮৩০ টাকা। এখানে আপনার সুদের হার থাকবে ২ লাখ ৮৭ হাজার টাকা।

img

যদি এসবিআই ফিক্সড ডিপোজিটে একবারে ৮ লাখ টাকা রাখতে পারেন তাহলে সেখানে আপনি ২ লাখ ৯৩ হাজার ৫২০ টাকা পাবেন। সিনিয়র সিটিজেনরা পাবেন ৩ লাখ ২৮ হাজার টাকা।

img

যদি ৯ লাখ টাকা ফিক্সস ডিপোজিটে রাখতে পারেন তাহলে সেখান থেকে আপনি পাবেন ৩ লাখ ৩০ হাজার ২১০ টাকা। সেখানে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম থেকে আপনি ৩ লাখ ৬৯ হাজার টাকা পেতে পারেন।

img

যদি কখনও কোনও পেনাল্টি দিতে হয় তাহলে এসবিআই সেখানে খুব বেশি টাকা কেটে নেবে না। আপনাকে ১ থেকে ১.৫ শতাংশ পেনাল্টি দিতে হবে।

img

সিনিয়র সিটিজেনরা যদি এসবিআই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৮ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে তারা অনেক বেশি টাকা সুদ হিসেবে পেতে পারেন। অবসরে সেখানে মাসে হাতে আসবে অনেকটা টাকা।

img

তবে একটা বিষয় মনে রাখবেন যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে জেনে নেবেন। যদি আপনি কোনও আর্থিক ক্ষতির সামনে পড়েন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।