হু হু করে কমে গেল কলকাতার তাপমাত্রা, কিছুক্ষণেই বৃষ্টিতে ভাসবে মালদহ থেকে মুর্শিদাবাদ! আবহাওয়ার বড় আপডেট
Riya Patra
শুক্রবার, 23 মে 2025
1
10
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু শুক্রবারেই এক ধাক্কায় পারদ পতন।
2
10
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে অন্তত ৩.৫ ডিগ্রি কম। তবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবারের চেয়ে কিছুটা বেশি থাকবে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি।
3
10
সকাল থেকেই মুখ ভার আকাশের। কোথাও কোথাও শুরু হয়েছে মেঘের গর্জন। হাওয়া অফিস সতর্কতা জারি করেছে আগেই, বৃহস্পতিবারের মতোই জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গে।
4
10
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, বেলা ১১টা থেকে আগামী কয়েক ঘণ্টায় মালদহ জেলার বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
5
10
আগামী কয়েকঘণ্টায় মুর্শিদাবাদ, বীরভূম এবং দক্ষিণ দিনাজপুরের একাধিক জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
6
10
শুক্রবার কলকাতা, হাওড়া, দুই পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, নদিয়ায় হলুদ সতর্কতা জারি। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলিতে জারি কমলা সতর্কতা। জেলায় জেলায় বৃষ্টি সম্ভাবনা উত্তরবঙ্গেও।
7
10
আগামী সাতদিন দক্ষিণ এবং উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
8
10
আইএমডি-র তরফে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর আগামী ২৭মে নিম্নচাপ তৈরি হতে পারে। তবে চিত্রটা এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি।
9
10
হয়নি। আরও দু’দিন গেলে নিম্নচাপ আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা স্পষ্ট হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পা
10
10
পাশাপাশি, আরব সাগরেও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।