5 Banks offering more than 8 percent interest in Fixed Deposit to Senior Citizens 5 Banks offering more than 8 percent interest in Fixed Deposit to Senior Citizens

ফিক্সড ডিপোজিট যেন সোনার খনি, সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে মালামাল অফার

img

ফিক্সড ডিপোজিট মানেই হল এমন একটি ভরসার জায়গা যেখান থেকে আপনি নিশ্চিত মনে নিজের টাকা বিনিয়োগ করতে পারেন। তবে সেখানে আপনাকে বেছে নিতে হবে নিজের জন্য সেরা অপশনটি।

img

চলতি বছরে সিনিয়র সিটিজেনরা ফিক্সড ডিপোজিট থেকে ভাল হারে সুদ পাবেন। বেশ কয়েকটি ব্যাঙ্ক ভাল সুদের হার দেবে। তবে তার আগে জানতে হবে কোথায় নিজের টাকা বিনিয়োগ করবেন।

img

ইক্যুইটি স্মল ফিনান্স ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনের জন্য ৮.৪০ শতাংশ হারে সুদ দেবে। এর সময় রয়েছে ৮৮৮ দিন। এখানে ৩ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।

img

স্লাইস স্মল ফিনান্স ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের জন্য ৮.৫ শতাংশ হারে সুদ দেবে। এখানে সময় রয়েছে ১৮ মাস ১ দিন থেকে শুরু করে ১৮ মাস ২ দিন। এখানে ৩ কোটি টাকা পর্যন্ত রাখতে পারবেন।

img

সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের জন্য ৮.৮০ শতাংশ হারে সুদ দেবে। এর সময় রয়েছে ৩০ মাস থেকে শুরু করে ৩ বছরের মধ্যে। এখানে ৩ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।

img

ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের ৯.১০ শতাংশ হারে সুদ দেবে। এখানে সময় রয়েছে ১০০১ দিন। এখানে ৩ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।

img

উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের ৮.৭৫ শতাংশ হারে সুদ দেবে। এখানে সময় রয়েছে ২ বছর থেকে ৩ বছর। এখানে বিনিয়োগ করতে পারেন ৩ কোটি টাকা।

img

এই সবকটি ব্যাঙ্কে যদি হিসেব করে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল টাকা পাবেন। চলতি বছরে সিনিয়র সিটিজেনরা ভাল সুদ পেতে পারেন।

img

তবে একটা কথা মাথায় রাখবেন। যেখানেই বিনিয়োগ করুন না কেন আগে থেকে ভাল করে সমস্ত কিছু দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে আজকাল ডিজিটাল তার দায়িত্ব নেবে না।