একই নায়কের প্রেমে হাবুডুবু খান তিন বোন! পর্দার বাইরেও চলে চুটিয়ে রোম্যান্স, চেনেন তাঁদের?

img

সংবাদসংস্থা মুম্বই: একই পরিবারের তিন বোন, তিন জনেই অভিনেত্রী এবং সকলে জনপ্রিয়৷ পর্দায় একই নায়কের সঙ্গে রোম্যান্স করতে গিয়ে তিনজনই তাঁর প্রেমে পড়েন! নায়কও কম যান না। তিনিও তিন বোনের সঙ্গেই লীলাখেলা শুরু করেন।