জলদি ঢুকে পড়ুন বাড়ি, এই পাঁচ জেলায় ধেয়ে আসছে প্রলয়, সন্ধে নামার আগেই বড় ঘোষণা আলিপুরের
Kaushik Roy
শুক্রবার, 02 মে 2025
1
8
বিগত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে রাজ্যজুড়ে। যার জেরে প্রবল গরম থেকে আপাতত স্বস্তি মিলেছে বঙ্গবাসীর। আগামী সপ্তাহের শুরু পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
2
8
শুক্রবার বিকেলে আলিপুরের তরফে জানানো হয়েছে, সন্ধ্যায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা এবং দুই ২৪ পরগণায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া।
3
8
কলকাতায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিল হাওয়া অফিস। কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে বইবে ৩০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
4
8
ঝাড়গ্রামেও জারি করা হয়েছে সতর্কতা। সেখানেও সন্ধ্য্যর পর প্রবল বেগে বইবে হাওয়া। জোরে বাতাসের সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলছে বৃষ্টির দাপট।
5
8
সেখানেও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার বিস্তীর্ণ অংশে বইবে ঝোড়ো হাওয়া।
6
8
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং জেলাতেও আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হাওয়ার গতিও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
7
8
দক্ষিণবঙ্গে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই আবহাওয়ার এই পরিবর্তন বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪.৮ ডিগ্রি কম।
8
8
বৈশাখের এই ঝড়বৃষ্টিকে অনেকে কালবৈশাখী বলছেন। এই সময় প্রতি বছরেই এমন পরিবেশ তৈরি হয়ে থাকে। তবে টানা কয়েকদিন বৃষ্টির জেরে এখন তাপমাত্রার পারদ রাতের দিকে অনেকটাই নিচের দিকে থাকছে।