আর কিছুক্ষণ, চার জেলায় ঘনাবে আঁধার, ঝেঁপে নামবে বৃষ্টি, আজ প্রবল বৃষ্টিতে ভোগান্তি বাড়বে দক্ষিণবঙ্গে

img

রোদ ঝলমলে আকাশ। তবে খানিকক্ষণেই ঘনাবে আঁধার। আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে বৃষ্টির দাপট। দিনভর সব জেলাতেই দুর্যোগের ঘনঘটা।

img

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালেই দক্ষিণবঙ্গের চার জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল ন'টা বেজে ৫৩ মিনিটের পর আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে হুগলি জেলায় এবং আটটার পর আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

img

এই চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। চার জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা।

img

হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী দু'দিনে দক্ষিণবঙ্গে দু'-তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। আগামী পাঁচদিনে সর্বনিম্ন তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না।

img

বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা।

img

শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ ও বীরভূমে। পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে আগামিকাল জারি রয়েছে হলুদ সর্তকতা।

img

শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলায়। জারি রয়েছে হলুদ সর্তকতা। শনিবারের পর দক্ষিণবঙ্গে ফের শুষ্ক আবহাওয়া শুরু হবে।