বিয়েতে আর গা ভরা সোনার গয়না নয়, মাত্র তিনটি গয়না পরার অনুমতি পাত্রীদের! এই রাজ্যের পঞ্চায়েতে বিরাট নিয়ম জারি
Pallabi Ghosh
বৃহস্পতিবার, 30 অক্টোবর 2025
1
7
বিয়েতে আর গা ভরা সোনা পরা যাবে না। মাত্র তিনটি গয়না পরেই বিয়ের পিঁড়িতে বসার অনুমতি রয়েছে পাত্রীদের। চলতি বিয়ের মরশুম থেকেই মেনে চলতে হবে এই নিয়ম।
2
7
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তরাখণ্ডের এক পঞ্চায়েতে জৌনসার তফসিলি জাতির লোকেরা বসবাস করেন। সেখানেই বিয়ের মরশুমের আগে সোনার গয়না নিয়ে বড়সড় নির্দেশ জারি করা হয়েছে।
3
7
দেরাদুন জেলায় যমুনা নদীর ধারের কান্ধার ও টন নদীর ধারের ইন্দ্রানী গ্রামের পঞ্চায়েত মিলে এই ঘোষণা করে। পাত্রীদের উদ্দেশে ঘোষণা করা হয়েছে, তিনটের বেশি সোনার গয়না পরা যাবে না বিয়ের অনুষ্ঠানে।
4
7
কিন্তু কারণ? সোনার গয়না ঘিরে হিংসার ঘটনা ও সাংসারিক জীবনে ঝামেলা এড়ানোর জন্যেই এহেন নির্দেশ দেওয়া হয়েছে। অনেকেই স্রেফ নজরকাড়ার জন্য গা ভরা গয়না পরেন। কিন্তু এবার থেকে তা আর করা যাবে না।
5
7
বিয়েতে কী কী গয়না পরার অনুমতি রয়েছে পাত্রীদের? নির্দেশনায় বলা হয়েছে, সোনার দুল, সোনার নাকের দুল এবং মঙ্গলসূত্র, এই তিনটি সোনার গয়না পরেই বিয়ে করতে হবে। কেউ নিয়ম ভাঙলেই ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।
6
7
কান্ধার গ্রামের এক বিশিষ্ট ব্যক্তি অর্জুন সিং জানিয়েছেন, 'সোনার চড়া দাম এখন। বিয়েতে সোনার গয়না কেনার মতো সার্মথ্য নেই অনেকের। যা নিয়ে দুই পরিবারের মধ্যেই ঝামেলা হয়। মানসিক চাপ পড়ে বিশেষত পাত্রীর পরিবারের ওপর।'
7
7
পঞ্চায়েতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মহিলারা। তবে তাঁদের দাবি, সোনায় অনেকেই সঞ্চয় করেন। মহিলাদের গয়নায় যদি নিষেধাজ্ঞা চাপানো হয়, তাহলে ছেলেদের মদ্যপানেও কড়াকড়ি করা হোক। পাশাপাশি দামি উপহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হোক।