সোনার দামে এত বদল ভাবা যায়! দর শুনলে পড়িমড়ি করে ছুটবেন দোকানে 
                                    
                                    
                                         - 
                             রজত বসু
                            
- 
                             বৃহস্পতিবার, 30 অক্টোবর 2025
                        
 
                                     
                                   
                                    
  
  
  
  
      
      সোনার দাম একটু বাড়ল। বিগত কয়েকদিন ধরে কমলেও বৃহস্পতিবার হলুদ ধাতুর দর একটু বেড়েছে।
      
      
   
 
  
  
  
  
      
      বৃহস্পতিবার ৩০ অক্টোবর শহর কলকাতায় ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম ১,১৫,৬০০ টাকা।
      
      
   
 
  
  
  
  
      
      ২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১,২১,৬০০ টাকা।
      
      
   
 
  
  
  
  
      
      ২৪ ক্যারাটের পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম বৃহস্পতিবার কলকাতায় ১ লক্ষ ২১ হাজার টাকা। 
      
      
   
 
  
  
  
  
      
      রুপোর দামও বেশ কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার কলকাতায় ১ কেজি খুচরো রুপোর দাম ১,৪৮,৮০০ টাকা।
      
      
   
 
  
  
  
  
      
      রুপোর বাটের দামও বেড়েছে। ১ কেজি রুপোর বাটের দাম হয়েছে ১,৪৮,৭০০ টাকা।
      
      
   
 
  
  
  
  
      
      দেশের অন্যান্য শহরেও সোনার দাম গত কয়েকদিনের তুলনায় খানিকটা বেড়েছে। তার মধ্যে মুম্বই, চেন্নাই, দিল্লি অগ্রগন্য।