এই সংস্থার কর্মীদের জন্য বিরাট দুঃসংবাদ, এক ধাক্কায় ছাঁটাই ৩০ হাজার, কারণ জেনে ক্ষোভ এমপ্লয়িদের

img

এক ধাক্কায় ৩০হাজারের বেশি কর্মী ছাঁটাই করতে চলেছে সংস্থা অ্যামাজন। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। জানা গিয়েছে, এই প্রক্রিয়া আবার শুরু হয়ে যাচ্ছে মঙ্গলবার থেকেই।

img

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে তথ্য, মঙ্গলবার থেকে শুরু করে অ্যামাজন ৩০,০০০ কর্পোরেট কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে।

img

কারণ হিসেবে জানা গিয়েছে, অতিমারীর সময়ে অতিরিক্ত কর্মী নিয়োগ করেছিল সংস্থা। ব্যায়ের ভার অধিক হতেই এবার পরিকল্পনা ছাঁটাইয়ের।

img

অ্যামাজনে মোট ১.৫৫ মিলিয়ন কর্মী রয়েছেন। কর্পোরেট এমপ্লয়ির সংখ্যা ৩৫০,০০০। তার প্রায় দশ শতাংশ ছাঁটাইয়ের ভাবনা সংস্থার, সূত্রের খবর তেমনটাই।

img

এর আগে, ২০২২ সালে এই সংস্থার বড় ছাঁটাই হয়েছিল। সেবার ২৭০০০ কর্মীর চাকরি যায়। তার পরে, এটিই হতে চলেছে এই সংস্থার সবচেয়ে বড় ছাঁটাই পর্ব।

img

গত দুই বছর ধরে ডিভাইস, যোগাযোগ এবং পডকাস্টিং সহ একাধিক বিভাগে অ্যামাজন কর্মী ছাঁটাই পর্ব জারি রেখেছে যদিও।

img

অক্টোবরের শুরুতেই জানা গিয়েছিল, সংস্থার মানবসম্পদ বিভাগ, যা অভ্যন্তরীণ ভাবে 'পিপল এক্সপেরিয়েন্স অ্যান্ড টেকনোলজি' (পিএক্সটি) নামে পরিচিত, সেখান থেকে প্রায় ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি চলছে।

img

যদিও এই প্রসঙ্গে সংস্থার কর্মকর্তাদের থেকে সরাসরি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও। তবে সংস্থার মধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা কর্মীদের জানানো হয়েছে, তথ্য তেমনটাই।