এই সংস্থার কর্মীদের জন্য বিরাট দুঃসংবাদ, এক ধাক্কায় ছাঁটাই ৩০ হাজার, কারণ জেনে ক্ষোভ এমপ্লয়িদের
রিয়া পাত্র
মঙ্গলবার, 28 অক্টোবর 2025
1
8
এক ধাক্কায় ৩০হাজারের বেশি কর্মী ছাঁটাই করতে চলেছে সংস্থা অ্যামাজন। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। জানা গিয়েছে, এই প্রক্রিয়া আবার শুরু হয়ে যাচ্ছে মঙ্গলবার থেকেই।
2
8
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে তথ্য, মঙ্গলবার থেকে শুরু করে অ্যামাজন ৩০,০০০ কর্পোরেট কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে।
3
8
কারণ হিসেবে জানা গিয়েছে, অতিমারীর সময়ে অতিরিক্ত কর্মী নিয়োগ করেছিল সংস্থা। ব্যায়ের ভার অধিক হতেই এবার পরিকল্পনা ছাঁটাইয়ের।
4
8
অ্যামাজনে মোট ১.৫৫ মিলিয়ন কর্মী রয়েছেন। কর্পোরেট এমপ্লয়ির সংখ্যা ৩৫০,০০০। তার প্রায় দশ শতাংশ ছাঁটাইয়ের ভাবনা সংস্থার, সূত্রের খবর তেমনটাই।
5
8
এর আগে, ২০২২ সালে এই সংস্থার বড় ছাঁটাই হয়েছিল। সেবার ২৭০০০ কর্মীর চাকরি যায়। তার পরে, এটিই হতে চলেছে এই সংস্থার সবচেয়ে বড় ছাঁটাই পর্ব।
6
8
গত দুই বছর ধরে ডিভাইস, যোগাযোগ এবং পডকাস্টিং সহ একাধিক বিভাগে অ্যামাজন কর্মী ছাঁটাই পর্ব জারি রেখেছে যদিও।
7
8
অক্টোবরের শুরুতেই জানা গিয়েছিল, সংস্থার মানবসম্পদ বিভাগ, যা অভ্যন্তরীণ ভাবে 'পিপল এক্সপেরিয়েন্স অ্যান্ড টেকনোলজি' (পিএক্সটি) নামে পরিচিত, সেখান থেকে প্রায় ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি চলছে।
8
8
যদিও এই প্রসঙ্গে সংস্থার কর্মকর্তাদের থেকে সরাসরি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও। তবে সংস্থার মধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা কর্মীদের জানানো হয়েছে, তথ্য তেমনটাই।