জগদ্ধাত্রী পুজোর আগে মঙ্গল-বুধের মিলন, ৩ রাশির দুঃখ-কষ্টের দিন শেষ! কেরিয়ারে বিরাট উন্নতি, লটারি কাটলেই কোটিপতি

img

আগামীকাল ৩০ অক্টোবর জগদ্ধাত্রী পুজো। আর এই পুজোর আগে গ্রহ-নক্ষত্রের অবস্থান বদলে তিন রাশির ভাগ্যে ইতিবাচক বদল আসতে চলেছে।

img

বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও দুই গ্রহের মিলনে ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব পড়ে। বর্তমানে মঙ্গল ও বুধের সংযোগে তিন রাশির জীবনে বড় বদল আসতে চলেছে।

img

জ্যোতিষশাস্ত্রে, মঙ্গলকে সাহস, শক্তি এবং বীরত্বের কারক গ্রহ বলা হয়। কোষ্ঠীতে মঙ্গল অর্থাৎ সেনাপতি গ্রহ শক্তিশালী হলে ভাগ্য সবসময় পাশে থাকে। আর মঙ্গলের অবস্থান যদি অশুভ হয়, তাহলে জীবনে উন্নতির পথে বাধা আসে।

img

সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ হলেন বুধ। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজকুমার বুধকে তীক্ষ্ণ বুদ্ধি, বিবেক এবং যৌক্তিক ক্ষমতার কারক বলে মনে করা হয়। প্রতি ১৫ দিন অন্তর বুধ রাশি পরিবর্তন করেন।

img

সোমবার ২৭ অক্টোবর মঙ্গল বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে। যেখানে আগে থেকে ছিলেন বুধ। মঙ্গলের বৃশ্চিক রাশিতে প্রবেশ করার পর দুই গ্রহের মধ্যে সংযোগ স্থাপন হয়েছে। মঙ্গল ও বুধের এই মিলন ২৭ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত থাকবে। যা বেশ কয়েকটি রাশির জন্য শুভ হতে চলেছে।

img

জগদ্ধাত্রী পুজোয় অর্থ-যশ-খ্যাতিতে ভরবে তিন রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-

img

বৃষঃ মঙ্গল ও বুধের চালে বৃষ রাশির অর্থভাগ্য বদলাবে। অনেক দিনের আটকে থাকা টাকা পেতে পারেন। বড় বিনিয়োগ করলে লাভবান হবেন। ঋণের বোঝা কমবে। আয়ের নতুন খোঁজ পাবেন। উপার্জনের টাকা দ্বিগুণ হতে পারে। পরিবারে অতিথিদের আগমনে ভাল সময় কাটাবেন। সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হবে।

img

মিথুনঃ মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে মঙ্গল ও বুধের কারণে সুদিন ফিরবে। আর্থিক পরিস্থিতি বদলে যেতে পারে। কেরিয়ারে বড় সুযোগ পেতে পারেন। পেশাগত জীবনে অপ্রত্যাশিত লাভ হওয়ার সুযোগ রয়েছে। জগদ্ধাত্রী পুজোয় গাড়ি কেনার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে।

img

ধনুঃ মঙ্গল-বুধের প্রভাবে ধনু রাশির জাতক-জাতিকাদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ে পার্টনারের সঙ্গে বড় বিনিয়োগ করতে পারেন। যে কোনও শুভ কাজ শুরু করার যোগ রয়েছে। দাম্পত্যের সমস্যা মিটবে৷