৫০০ টাকারও কমে একসঙ্গে কল, নেট এবং ওটিটি! এই সংস্থার আকর্ষণীয় রিচার্জ প্ল্যানের তালিকা রীতিমত চমকে দেবে
Kaushik Roy
সোমবার, 27 অক্টোবর 2025
1
7
স্মার্টফোনের যুগে বিভিন্ন আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে আসে টেলিকম সংস্থাগুলি। কত কম টাকায় আনলিমিটেড কল এবং ডেটা দেওয়া যেতে পারে সে বিষয়ে নিয়মিত প্রতিযোগিতা চলে টেলিকম সংস্থাগুলির মধ্যে। এবার এয়ারটেল নিয়ে এল কিছু সেরা প্ল্যান।
2
7
এয়ারটেলে ৫০০ টাকার কমেও বেশ কিছু আকর্ষণীয় প্ল্যান রয়েছে। এর মধ্যএ রয়েছে ফোন কল, ডেটা প্যাক, এসএমএস এবং তার পাশাপাশি ওটিটি সাবস্ক্রিপশন। দেখে নেওয়া যাক এরকম কিছু আকর্ষণীয় প্ল্যান।
3
7
এয়ারটেলে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি প্ল্যান হল ১৮৯ টাকার। এতে আনলিমিটেড কলিং, ১ জিবি ডেটা পাওয়া যায়। এটি ২৮ দিনের রিচার্জ প্যাক। তবে এর পাশাপাশি ১৯৯ টাকায় ২ জিবি ইন্টারনেট এবং ২১৯ টাকায় আনলিমিটেড কলিং সহ ৩ জিবি ডেটাপ্যাকের প্ল্যান রয়েছে এয়ারটেলের কাছে।
4
7
এয়ারটেলে দৈনিক ডেটা প্যাকগুলির মধ্যে রয়েছে ২৪৯ টাকার প্ল্যান। এতে ২৪ দিনের জন্য দৈনিক ১ জিবি ইন্টারনেট পাওয়া যায়। তার ওপরে ২৯৯ টাকা, ৩৪৯ টাকা, ৩৭৯ টাকা, ৪২৯ টাকা এবং ৪৪৯ টাকার মূল্যের প্ল্যানগুলিতে যথাক্রমে ১ জিবি, ১.৫ জিবি, ২ জিবি, ২.৫ জিবি এবং ৩ জিবি দৈনিক ডেটা পেতে পারেন ক্রেতারা।
5
7
৫০০ টাকার কমে রিচার্জ করে সুবিধা রয়েছে ওটিটি সাবস্ক্রিপশনেরও। মাত্র ১৮১ টাকার একটি রিচার্জ প্ল্যানে এয়ারটেল এক্সস্ট্রিম প্লে-এর সাবস্ক্রিপশন পাওয়া যায়। এর মাধ্যমেও ২২টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্ম অ্যাক্সেস করা যাবে। তবে এতে কলিং এবং এসএমএস অন্তর্ভুক্ত নয়।