স্ত্রী নয়, যন্ত্রই পূরণ করবে সব চাহিদা! নিজের তৈরি রোবটকে বিয়ে করে চমক দিলেন ইঞ্জিনিয়র
Arya Ghatak
সোমবার, 27 অক্টোবর 2025
1
6
মানুষ ছেড়ে রোবটকে বিয়ে করলেন চিনের এক ইঞ্জিনিয়ার ঝেং জিয়া জিয়া। জানা গিয়েছে মনের মানুষ খুঁজে না পেয়ে নিজের বানানো রোবটকেই বিয়ে করেন তিনি। যদিও মানুষ এবং রোবটের বিয়ে সরকার আইনগতভাবে স্বীকৃতি দেয়নি। তবে ঠিক কী কারণে এমন পদক্ষেপ করলেন চিনের ইঞ্জিনিয়ার?
2
6
১) ঝেং জিয়া জিয়া একজন মনের মতো মানুষ জীবনসঙ্গী হিসেবে খুঁজে পাচ্ছিলেন না। এই ব্যর্থতা ও হতাশা থেকে তিনি রোবটকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
3
6
২) চিনে অবিবাহিত পুরুষদের ওপর পরিবার থেকে সবসময় বিয়ের জন্য চাপ দেওয়া হয়। এই ক্রমাগত চাপ এড়ানোর জন্যই তিনি তাঁর তৈরি রোবট 'ইংইং'-কে বিয়ে করেন।
4
6
৩) জানা গিয়েছে, তিনি তাঁর আগে কোনও সম্পর্কে আঘাত পেয়েছিলেন। তাই মানুষের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করার আগ্রহ হারিয়ে ফেলেন।
5
6
৪) যেহেতু তিনি নিজেই রোবটটি তৈরি করেছিলেন, তাই তিনি নিজের ইচ্ছামতো সেটিকে সাজিয়ে নিতে পারতেন। তিনি ভবিষ্যতে এটিকে হাঁটা, কথা বলা, এমনকী ঘরের কাজ করার মতো ক্ষমতা দিতে চেয়েছিলেন। অর্থাৎ, নিজের মনের মতো করে সঙ্গীকে গড়ে তোলার সুযোগ ছিল।
6
6
৫) কেউ কেউ মনে করেন, রোবটকে বিয়ে করলে মানুষের সঙ্গে সম্পর্কের চিরাচরিত সমস্যাগুলো, যেমন - ঝগড়া, শাশুড়ির সঙ্গে সমস্যা, বা বাড়ি কেনার মতো বড় খরচের চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়।