‘আচমকা চুমু খায়, তারপর শার্টের ভিতর…’ কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতা বলিউড অভিনেত্রীর

img

বলিউড এবং সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ ডলি সিং আজ বহু মানুষের প্রিয়। ইনস্টাগ্রামে তাঁর কনটেন্টের জনপ্রিয়তা, স্টাইল আর স্বভাবসিদ্ধ রসিকতা তাঁকে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে। কিন্তু খুব কম মানুষই জানেন, ইন্ডাস্ট্রিতে পা রাখার সময় তিনি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছিলেন। যা আজও তাঁকে তাড়া করে।

img

সেই ভয়াবহ ঘটনা ঘটে দিল্লিতে। ডলির বয়স তখন মাত্র ১৯। অভিনয় জগতে জায়গা করে নেওয়ার জন্য প্রাণপণ লড়াই চালাচ্ছিলেন। সেই সময়ই এক কাস্টিং ডিরেক্টরের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল। শুরুতে ফোনে কথা হয়। কিন্তু সেই কথোপকথন থেকেই ডলির মনে একটা অস্বস্তি কাজ করতে থাকে।

img

তবুও ডলি সুযোগ হাতছাড়া করতে চাননি। কাস্টিং ডিরেক্টর তাঁকে এক প্রযোজকের সঙ্গে দেখা করাতে দিল্লির একটি পাঁচতারা হোটেলে ডাকেন। ডলি ভেবেছিলেন, সেই সাক্ষাৎই হয়তো তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেবে। কিন্তু হল ঠিক উল্টোটা। নিছক পেশাগত কারণে যে মিটিং হওয়ার কথা ছিল, তা-ই ডলির জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্তে পরিণত হয়।

img

সেই মিটিংয়ে মদ্যপান করছিলেন প্রযোজক। ডলি মদ্যপান করেন না। তাই তিনি শুধু বসে কথা বলেছিলেন। তিনি বলেন, “মিটিংয়ের পর আমরা গাড়িতে বসেছিলাম। হঠাৎ সেই প্রযোজক আমাকে চুমু খায় এবং আমার শার্টের ভিতর হাত ঢোকানোর চেষ্টা করে। আমি কিছু বুঝে ওঠার আগেই সব ঘটে যায়।”

img

তাঁর বয়স তখন মাত্র ১৯, আর ওই কাস্টিং ডিরেক্টরের বয়স ছিল প্রায় ৩৫–৪০ বছর। হতভম্ব ডলি তৎক্ষণাৎ তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং অনুরোধ করেন, যেন তাঁকে নিকটবর্তী মেট্রো স্টেশনে নামিয়ে দেওয়া হয়। “সেদিন আমি সত্যিই বাঁচতে চেয়েছিলাম,” বলেন ডলি।

img

ডলি আরও বলেন, “আমি জানি, আমি একা নই। ইন্ডাস্ট্রিতে এমন অসংখ্য মেয়ে আছে, যারা এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়, কিন্তু সাহস করে কেউ মুখ খোলে না।”

img

বর্তমানে ডলি সিং একজন সফল ইন্টারনেট ইনফ্লুয়েন্সার, যিনি ওয়েব সিরিজ থেকে শুরু করে বিজ্ঞাপন— সবেতেই নিজের জায়গা তৈরি করেছেন। তবে তাঁর এই উজ্জ্বল সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক তিক্ত অভিজ্ঞতা। বলিউডের আলোর আড়ালে অন্ধকারের আখ্যান।