'তমান্না অভিনয় ছেড়ে এখন আইটেম ডান্স করছে' কেন? বিস্ফোরক রাখি সাওয়ান্ত

img

'ড্রামা কুইন' রাখি সাওয়ান্ত সম্প্রতি অভিনেত্রী তমান্না ভাটিয়ার উপর কড়া মন্তব্য করে ফের একবার শিরোনামে এসেছেন। রাখি দীর্ঘদিন দুবাইতে থাকার পর ভারতে ফিরেছেন। ফিরেই এক সাক্ষাৎকারে তিনি তমান্নার একের পর এক আইটেম ডান্স করা নিয়ে কটাক্ষ করেছেন।

img

রাখি নিজেকে বলিউডের 'আসল আইটেম গার্ল' বলে দাবি করে বলেছেন, তামান্নার মতো অভিনেত্রীরা এখন তাঁর পথ অনুসরণ করছেন।

img

একটি সাক্ষাৎকারে রাখি সাওয়ান্ত অভিযোগ করেন যে বর্তমান প্রজন্মের আইটেম গানে সেই স্পার্ক বা এনার্জি নেই যা তিনি একসময় পর্দায় নিয়ে আসতেন। তিনি সরাসরি তামান্নাকে উদ্দেশ্য করে বলেন, "এরা আমরাদের দেখে দেখে আইটেম সং করতে শিখেছে। এরা প্রথমে নায়িকা হতে চেয়েছিল, যখন নায়িকার কেরিয়ার চলল না, তখন আমাদের পেটে লাথি মেরে আইটেম সং করতে শুরু করল। লজ্জা হওয়া উচিত! 'ওজি' তো আমরাই। আর আমরা এখন নায়িকা হব।"

img

রাখি আরও বলেন, "তমান্নাকে নিয়ে আমার ব্যক্তিগত কোনও সমস্যা নেই। কিন্তু বাহুবলীর মতো বড় বাজেটের ছবি করার পর কেন পাঁচ-দশ লক্ষ টাকার আইটেম ডান্স করবেন? নায়িকাও হবেন, হিরোর বোনও হবেন, আইটেম গানেও নাচবেন! তাহলে আমরা কী করব? ও তো হিরোইন মেটেরিয়াল, ও এসব করলে মানায় না।"

img

রাখি কটাক্ষ করে বলেন, "এখন আর তেমন আইটেম ডান্স হয় না। এঁদের এক একটা আইটেম গানে যা ভিউ হয়, আমার ইউটিউব চ্যানেলের মিউজিক ভিডিওতে তার চেয়ে অনেক বেশি ভিউ হয়।"

img

রাখি আরও দাবি করেন, যে সমস্ত অভিনেত্রীর নায়িকার কেরিয়ার সফল হয় না, তাঁরাই এখন আইটেম গানে চলে আসছেন। তাঁর এই মন্তব্যটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মধ্যে একটি বিতর্ক সৃষ্টি করে। অনেকেই মনে করেন, রাখিই গ্ল্যামারাস ডান্স নাম্বারের ট্রেন্ড শুরু করেছিলেন, আবার অনেকে তমান্নার প্রতি তাঁর মন্তব্যকে অসম্মানজনক বলে মনে করেছেন।