দলে থেকেই দল ভাঙছিলেন! ভোটের মুখে প্রাক্তন মন্ত্রী-সাংসদদের বিরুদ্ধে বিরাট সিদ্ধান্ত নীতীশ কুমারের, হইচই বিহারে
রিয়া পাত্র
রবিবার, 26 অক্টোবর 2025
1
7
হাতে আর দিন নেই বেশি। উত্তাল বিহারের রাজনৈতিক পরিস্থিতি নানা কারণে। তারমাঝেই চর্চার কেন্দ্রে ঢুকেছে নীতীশ কুমারের দল জেডিইউ'র একটি সিদ্ধান্ত।
2
7
শনিবার সন্ধেয় নীতীশ কুমারের দল, দলের ১১ জন নেতাকে বহিষ্কার করেছে। ভোটের মুখে এই পদক্ষেপ নিঃসন্দেহে বড় পদক্ষেপ।
3
7
কারা রয়েছেন তালিকায়? জানা গিয়েছে, তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী শৈলেশ কুমার, প্রাক্তন সাংসদ শ্যামবাহাদুর, সুদর্শন কুমার, রয়েছেন বিধান পরিষদের প্রাক্তন সদস্য সঞ্জয় প্রসাদ।
4
7
কিন্তু কেন এই সিদ্ধান্ত? অভিযোগ, এগারো জনের কেউ দলের নিয়ম অমান্য করেছেন, কারও বিরুদ্ধে অভিযোগ, ভোটের মুখে বিরোধীদের সঙ্গে হাত মেলানোর অভিযোগ।
5
7
জেডিইউ রাজ্য সাধারণ সম্পাদক চন্দন কুমার সিং বিবৃতি জারি করেছেন। জানিয়েছেন, বহিষ্কৃত সদস্যদের দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বরখাস্ত করা হয়েছে।
6
7
জেডিউ'র অন্যান্য নেতারা ঘটনা প্রসঙ্গে জানাচ্ছেন, এই বহিষ্কৃত নেতারা দলের আনুষ্ঠানিকভাবে ঘোষিত প্রার্থী এবং এনডিএ জোটের অন্যান্য শরিক দলগুলির বিরুদ্ধে কাজ করছিলেন।
7
7
২৪৩ সদস্যের বিহার বিধানসভায় ৬ নভেম্বর এবং ১১ নভেম্বর, দু'টি ধাপে ভোটগ্রহণ হবে। ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর।