আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার রুদ্রমূর্তি শুরু! কখন, কোথায় আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা, রইল মেগা আপডেট

img

আর কয়েক ঘণ্টা। অতি গভীর নিম্নচাপ এবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে গত কয়েকদিন ধরেই ঝড়বৃষ্টি হচ্ছে। চলতি সপ্তাহেও চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোগান্তির আশঙ্কা রয়েছে।

img

বাংলায় ঘূর্ণিঝড় আছড়ে না পড়লেও, আগামী সপ্তাহে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা উপকূলেও। একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

img

রবিবার সকাল ১০টা নাগাদ ভারতের মৌসম ভবন সূত্রে জানা গেছে, দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ইতিমধ্যেই। এই অতি গভীর নিম্নচাপ গত ছ'ঘণ্টায় ১০ কিমি বেগে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলেছে।

img

আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৮ অক্টোবর মঙ্গলবার এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাবে উত্তর ও উত্তর-পশ্চিম দিক। এই ঘূর্ণিঝড়ের নাম হবে মান্থা। এই নাম দিয়েছে থাইল্যান্ড।

img

মৌসম ভবন আরও জানিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে অন্ধ্রপ্রদেশের উপকূল মছলিপত্তনাম - কলিঙ্গপত্তনাম (কাকিনাড়ার কাছে) দিয়ে বয়ে যাবে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা। সেই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রতি ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিমি হতে পারে। সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ১১০ কিমিও হতে পারে।

img

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া এবং মছলিপত্তনম উপকূলের মধ্যে কোনও একটি জায়গায় ল্যান্ডফল হবে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থার। এর জেরে ২৭ অক্টোবরের মধ্যে সমুদ্র থেকে মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

img

আগামী মঙ্গলবার ২৮ অক্টোবর থেকে বৃহস্পতিবার ৩০ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারার সম্ভাবনা রয়েছে। উত্তাল থাকবে সমুদ্র। এই তিনদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী সোমবারের মধ্যে সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

img

মৌসম ভবন জানিয়েছে, বর্তমানে পোর্ট ব্লেয়ার থেকে ৬২০ কিমি পশ্চিমে, চেন্নাই থেকে ৭৮০ কিমি পূর্ব-দক্ষিণ পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৮৩০ কিমি দক্ষিণ- দক্ষিণ পূর্বে, কাকিনাড়া থেকে ৮৩০ কিমি দক্ষিণপূর্বে, গোপালপুর থেকে ৯৩০ দক্ষিণ- দক্ষিণ পূর্বে রয়েছে এই অতি গভীর নিম্নচাপ।