কতদিন লাফিয়ে বাড়বে সোনার দাম, ঠিক ছিল আগেই? 'ন'সপ্তাহ'-এর টাইমলাইন শেষে জানা গেল সত্যি!
রিয়া পাত্র
রবিবার, 26 অক্টোবর 2025
1
8
হু হু করে বেড়েছে সোনার দাম। উৎসবের মরসুমেও দামের বাড়বাড়ন্ত অব্যাহত ছিল। তবে উৎসব মিটতেই সোনার দামের পতন লাগাতার। যদিও রবিবার সামান্য বেড়েছে সোনার দর।
2
8
২৬ অক্টোবর কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ১৫ হাজার ১৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৫ হাজার ৬২০ টাকা। দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ১৫ হাজার ৩০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৫ হাজার ৭৭০ টাকা। তবে, বিশেষজ্ঞরা আগেও এই সোনার বাজার পতনের ইঙ্গিত দিয়েছিলেন।
3
8
এই প্রসঙ্গে এও উল্লেখ্য, সাম্প্রতিক পতন সত্ত্বেও, এই বছর সোনার দাম অসম্ভব বৃদ্ধি পেয়েছে, সামগ্রিকভাবে ৫৭ শতাংশ বেড়েছে। তবে প্রবল বৃদ্ধির পর, সাম্প্রতিক দরপতনের পিছনে মূলত কেন্দ্রীয় ব্যাঙ্কের, মার্কিন ফেডারেল রিজার্ভের কাছ থেকে নেতিবাচক সংকেত এবং ধারাবাহিকভাবে ইটিএফ প্রবাহের প্রভাব রয়েছে বলে মত বিশেষজ্ঞদের।
4
8
সপ্তাহের শুরুতে ধাতুটির দাম ৫ শতাংশেরও বেশি কমেছে। যা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে তীব্র একদিনের পতন। এই মন্দার ফলে গোল্ড ইটিএফ থেকে প্রচুর পরিমাণে বিনিয়োগ তুলে নেওয়া হয়েছে। গত পাঁচ মাসের মধ্যে বৃহত্তম একদিনের হোল্ডিং হ্রাস।
5
8
উইকেন্ড ইনভেস্টিং-এর প্রতিষ্ঠাতা অলোক জৈনের মতে, সোনার সাম্প্রতিক পতন পরিসংখ্যানগত দিক থেকে একটি ঐতিহাসিক ঘটনা। ২১ অক্টোবর সোনার দাম এক সেশনে ৫.৭ শতাংশ কমে যায়। যা ২০১৩ সালের এপ্রিলের পর একদিনের সবচেয়ে তীব্র পতন।
6
8
মার্কিন মুদ্রাস্ফীতি এবং ফেডারেল রিজার্ভ, দুইয়ের কারণে বন্ডের ক্ষেত্রে সামান্য হ্রাস এবং বুলিয়ানের দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ব্যবসায়ীরা বছর শেষ হওয়ার আগে দুটি সুদের হার কমানোর প্রত্যাশা করছেন, ফলে সোনার দাম কমতে পারে আরও কিছুটা।
7
8
ভবিষ্যতের দিকে তাকিয়ে, বিনিয়োগকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার চীনা প্রতিপক্ষ শি জিনপিংয়ের মধ্যে আসন্ন বৈঠকের দিকেও নজর রাখছেন। পূর্বাভাস,মার্কিন-চীন বাণিজ্য উত্তেজনা হ্রাস পেলে সোনা জমানোর চাহিদা, সোনার ঊর্দ্ধমুখী দাম, কমে যাবে।
8
8
বিশ্লেষকদের ধারণা, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশার ফলে অদূর ভবিষ্যতে সোনার দাম প্রতি আউন্স ৪,০০০-৪,২০০ মার্কিন ডলারের মধ্যে লেনদেন হতে পারে। বিশ্লেষকরা অনেকেই দাবি করছেন, এখন সোনার দাম কিছুটা কমলেও, ফের লাফিয়ে বাড়বে মূল্য। আগামী বছর ধরতেরাসে বিপুল মাত্রা পেরিয়ে যাবে হলুদ ধাতুর বাজার দর।