অধিকাংশ মানুষ কেন নতুন সোনার গয়না না কিনে পুরোনো গয়না বদল করছেন
সুমিত চক্রবর্তী
রবিবার, 26 অক্টোবর 2025
1
9
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে লক্ষ্য করা যাচ্ছে, ক্রমবর্ধমান সংখ্যক ক্রেতা নতুন সোনার গয়না কেনার পরিবর্তে পুরোনো গয়না বদল করে নতুন ডিজাইনের গয়না নিচ্ছেন। একসময় উৎসব বা বিয়ে মানেই ছিল নতুন সোনার অলঙ্কার কেনা—কিন্তু এখন প্রবণতা পাল্টেছে। এর পেছনে রয়েছে একাধিক সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক কারণ।
2
9
সোনার দামের অস্বাভাবিক বৃদ্ধি এই পরিবর্তনের অন্যতম প্রধান কারণ। গত কয়েক বছরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম রেকর্ড হারে বেড়েছে।
3
9
২০২০ সালে প্রতি ১০ গ্রাম সোনার দাম যেখানে ছিল প্রায় ৪৫,০০০, এখন তা অনেক ক্ষেত্রে ৭৫,০০০ ছুঁয়েছে। এই মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে গেছে। ফলে যাঁরা নতুন গয়না কিনতে চাইছেন, তাঁরা নিজের পুরোনো সোনা দোকানে দিয়ে সেই মূল্যে নতুন ডিজাইন করিয়ে নিচ্ছেন। ফলে আলাদা করে বেশি টাকা দিতে হচ্ছে না।
4
9
জুয়েলারি এক্সচেঞ্জ অফার এখন একটি বড় ট্রেন্ড হয়ে উঠেছে। প্রায় সব নামী জুয়েলারি ব্র্যান্ড “পুরোনো সোনা বদলে নতুন সোনা” স্কিম চালু করেছে। এই অফারগুলোতে গ্রাহকরা পুরোনো গয়না জমা দিয়ে নতুন ডিজাইন বেছে নিতে পারেন, শুধুমাত্র কারিগরি চার্জ বা মেকিং চার্জ মেটালেই দিতে হয়। এতে ক্রেতারা একদিকে পুরোনো গয়নার পুরনো ধাঁচ থেকে মুক্তি পাচ্ছেন, অন্যদিকে অতিরিক্ত খরচও বাঁচছে।
5
9
নতুন প্রজন্মের ফ্যাশন ভাবনা একে প্রভাবিত করছে। আধুনিক ডিজাইন ও হালকা ওজনের গয়না এখন বেশি জনপ্রিয়। অনেকেই দেখছেন, তাঁদের মায়ের বা দিদিমার যুগের ভারী গয়নাগুলো আর তেমন ব্যবহারযোগ্য নয়। তাই তাঁরা সেগুলো গলিয়ে আধুনিক ট্রেন্ড অনুযায়ী নতুন গয়না তৈরি করছেন। এতে ঐতিহ্যও রক্ষা পাচ্ছে এবং ফ্যাশনও বজায় থাকছে।
6
9
অর্থনৈতিক চাপ ও মুদ্রাস্ফীতিও এই পরিবর্তনের মূল চালক। পরিবারগুলোর ব্যয় বেড়েছে, আয় ততটা বাড়েনি। এই অবস্থায় বিলাসবহুল সামগ্রী কেনার মানসিকতা কমে গেছে। তবু উৎসব বা বিয়ের মরসুমে কেউ খালি হাতে থাকতে চান না। তাই পুরোনো সোনা এক্সচেঞ্জই হচ্ছে বাস্তবসম্মত সমাধান।
7
9
বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা এখন আগের চেয়ে অনেক বেশি। আগে মানুষ আশঙ্কা করতেন, পুরোনো সোনা দিলে দোকানি ঠকাতে পারে। কিন্তু এখন ডিজিটাল ওজন যন্ত্র, XRF টেস্টিং, এবং সার্টিফাইড জুয়েলারি ব্র্যান্ডের কারণে গ্রাহকরা নিশ্চিন্তে এক্সচেঞ্জ করছেন।
8
9
পরিবেশগত সচেতনতাও ক্রমশ বাড়ছে। নতুন সোনা উত্তোলনে খনন, জ্বালানি খরচ ও পরিবেশ দূষণ ঘটে। তাই অনেকেই মনে করছেন, পুরোনো সোনা পুনর্ব্যবহার করাই বেশি টেকসই ও দায়িত্বশীল সিদ্ধান্ত।
9
9
সব মিলিয়ে দেখা যাচ্ছে, “গয়না বদল” এখন আর শুধু আর্থিক বুদ্ধিমত্তার পরিচয় নয়, বরং এক নতুন সামাজিক প্রবণতা। এতে একদিকে খরচ কমছে, অন্যদিকে ফ্যাশন ও ঐতিহ্যের মধ্যে ভারসাম্য বজায় থাকছে। সোনার গয়না কেবল সৌন্দর্যের প্রতীক নয়—এখন তা বুদ্ধিমান আর্থিক ব্যবস্থার অংশ হয়ে উঠছে।