ঘন্টার পর ঘন্টা বকবক করেও ক্লান্ত হন না, 'কানের পোকা' ঝালাপালা করে দেন এই ৫ রাশির ব্যক্তি
-
SOURAV GOSWAMI
-
শনিবার, 25 অক্টোবর 2025
মেষ রাশির ব্যক্তিরা মনের কথা মুখের উপর বলে ফেলেন, কিছুই চেপে রাখতে পারেন না। কথার স্রোতে কখনও না বলার কথাও বলে ফেলেন সহজেই।
মিথুন রাশির জাতক-জাতিকারা প্রশ্ন করতে ও জানতে ভালোবাসেন। জ্ঞান আহরণের তাগিদে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা তাঁদের স্বভাব।
সিংহ রাশির মানুষদের কথার জাদুতে সবাই মুগ্ধ হয়। তাঁরা যেমন গল্প বলতে ভালোবাসেন, তেমনই অন্যদের জীবন নিয়েও কৌতূহলী।
কন্যা রাশির জাতক-জাতিকারা নিখুঁত কাজের জন্য বিস্তারিত আলোচনা করেন। যে কোনও বিষয় নিয়ে নির্ভুলভাবে জানতে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে পারেন।
ধনু রাশির ব্যক্তিরা মিশুক ও প্রাণবন্ত বক্তা। বিভিন্ন বিষয়ে আলোচনা করে সবার সঙ্গে সহজে যোগাযোগ গড়ে তোলেন।