সোনার দাম কমছে হু হু করে, শনিবারের দর শুনলে মধ্যবিত্তরা ছুট লাগাবেন দোকানে
-
রজত বসু
-
শনিবার, 25 অক্টোবর 2025
সোনার দাম কমতে শুরু করেছে। মধ্যবিত্তর মুখে ফিরছে হাসি।
শনিবার ২৫ অক্টোবর শহর কলকাতায় ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম ১,১৬,৭০০ টাকা।
২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম শনিবার ১,২২,৭৫০ টাকা।
২৪ ক্যারাটের পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম শনিবার হয়েছে ১,২২,১৫০ টাকা।
রুপোর দামও অনেকটাই কমেছে। শনিবার ২৫ অক্টোবর ১ কেজি খুচরো রুপোর দাম কলকাতায় ১,৫০,২৫০ টাকা।
১ কেজি রুপোর বাটের দাম শনিবার কলকাতায় ১,৫০,১৫০ টাকা।
দেশের অন্যান্য শহরেও সোনার দাম গত কয়েকদিনে অনেকটাই কমেছে।