ভুগছিলেন মানসিক অবসাদে, চেয়েছিলেন নিজেকে শেষ করে দিতে! কী কারণে এমন হাল হয়েছিল অহনা কুমরার?

img

অভিনেত্রী অহনা কুমরা সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর জীবনের কঠিনতম অধ্যায় নিয়ে মুখ খুলেছেন, যখন তিনি আত্মহত্যার চিন্তা দ্বারা জর্জরিত ছিলেন। এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছেন যে কীভাবে কজের ক্ষেত্রে ক্রমাগত প্রত্যাখান সত্ত্বেও হাল না-ছেড়ে দেওয়ার মানসিকতা এবং তাঁকে ওই অন্ধকার সময় কাটিয়ে উঠতে সাহায্য করেছে।

img

অহনা জানান, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে তাঁর সময় লেগেছিল। যখন বাইরের পৃথিবীর প্রতি তাঁর দৃষ্টিকোণ বন্ধ হয়ে গিয়েছিল, তখন তিনি হার না মানার সিদ্ধান্ত নেন।

img

তিনি স্বীকার করেছেন যে অভিনয় জগতে তাঁকে অনেক প্রত্যাখানের মুখোমুখি হতে হয়েছে, যেখানে বহুবার তাঁকে 'মানানসই নয়' বলে ফিরিয়ে দেওয়া হয়েছে।

img

অভিনেত্রী আরও জানান, তাঁর বাঁচার অন্যতম হাতিয়ার ছিল বিকল্প পরিকল্পনা রাখা। তিনি নিজেকে প্রশ্ন করতেন যে কোনও একটি কাজ না হলে তাঁর পরবর্তী পদক্ষেপ কী হবে। তিনি 'প্ল্যান বি', 'প্ল্যান সি', এমনকী 'প্ল্যান জেড' পর্যন্ত ভেবে রেখেছিলেন। এই মানসিকতা তাঁকে বিশ্বাস জুগিয়েছিল যে একটি দরজা বন্ধ হলেও অন্য কিছুতে তিনি নিশ্চয়ই সফল হবেন।

img

অহনা কুমরার মতে, নিজের উপর বিশ্বাস রাখা খুব জরুরি। তিনি বলেন, "আজ আমি বলতে পারি যে আমি সবসময়ই জানতাম আমি একজন ভাল অভিনেত্রী।" যদিও তাঁর আকাঙ্ক্ষিত পরিচালকরা এখনও তাঁকে কাজ দিচ্ছেন না বা ভাল চরিত্রের অভাব রয়েছে, তবুও তিনি বিশ্বাস করেন যে তাঁর জন্য অন্য কিছু অবশ্যই অপেক্ষা করছে।

img

তাঁর জীবনের মূল মন্ত্র এখন— নিজেকে, কাজকে বা জীবনকে কখনই ছেড়ে না দেওয়া। তিনি মনে করেন, জীবনের কঠিন অভিজ্ঞতার পরেই তিনি এই সত্যটি উপলব্ধি করতে পেরেছেন। এই কারণেই তিনি নতুন কিছু চেষ্টা করতে বা নতুন মানুষের সঙ্গে মিশতে দ্বিধা করেন না, নিজের গণ্ডি থেকে বেরিয়ে এসে বাইরের জগৎকে বুঝতে চান।