আজ বুধের গোচরে ৩ রাশির অর্থভাগ্যে বিরাট চমক! হঠাৎ হাতে আসবে টাকা, সুখ-সাফল্যে ভরবে জীবন

img

বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। যেমন আজ বুধের গোচরে তিন রাশির জীবনে ইতিবাচক বদল আসতে চলেছে।

img

সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ হলেন বুধ। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজকুমার বুধকে তীক্ষ্ণ বুদ্ধি, বিবেক এবং যৌক্তিক ক্ষমতার কারক বলে মনে করা হয়। প্রতি ১৫ দিন অন্তর বুধ রাশি পরিবর্তন করেন। সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর নক্ষত্রও বদল করেন বুধ।

img

আজ শুক্রবার ২৪ অক্টোবর রাশি পরিবর্তন করবে বুধ৷ গ্রহের রাজকুমার এদিন তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে।

img

বুধের এই গোচরে তিন রাশির উপর শুভ প্রভাব ফেলবে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-

img

কর্কট: মাসের শেষে কর্কট রাশির সময় ভাল যাবে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে মজবুত হবে। কেরিয়ারে নতুন দিশার খোঁজ পাবেন। খুব কাছের বন্ধুর থেকে বড় সাহায্য পেতে পারেন। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফল করতে পারেন।

img

কন্যা: বুধের প্রভাবে কন্যা রাশির শুভ সময়। কোনও বিশেষ মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যিনি পরবর্তীকালে আপনার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। সমাজে মান-সম্মান বাড়বে। আচমকা অর্থপ্রাপ্তি হতে পারে। সম্পত্তি কেনার স্বপ্নপূরণ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা হাতে পাবেন।

img

ধনু: বুধের গোচর ধনু রাশির জন্য লাভজনক হবে। চাকরিজীবীদের বেতন বাড়তে পারে। অফিসে নতুন দায়িত্বে সাফল্য পেতে পারেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে।