নিজেকে নিখুঁত করতে কী কী সার্জারি করান জাহ্নবী? মা শ্রীদেবীর ইন্ধন ছিল? অবশেষে সব ফাঁস নায়িকার

img

টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’এর সাম্প্রতিক পর্বে অভিনেত্রী জাহ্নবী কাপুর এবং পরিচালক করণ জোহর বসে খোলামেলা আড্ডা দেন। আর সেই সুবাদেই স্টারডমের চকচকে আড়াল সরিয়ে উঠে আসে অনেক কঠোর সত্য। ২৭ বছর বয়সি জাহ্নবী সারাক্ষণ সুন্দর থাকার চাপ এবং অনলাইন সমালোচনা নিয়ে কথা বলেন। যে ইন্ডাস্ট্রিতে একেবারে নিখুঁত হওয়াই শেষ কথা, সেখানে কীভাবে টিকে থাকা যায়, তা জাহ্নবীকে শিখিয়ে ছিলেন তাঁর প্রয়াত মা শ্রীদেবী। সে কথাও জানান অভিনেত্রী।

img

জাহ্নবীর মতে, আজকাল অল্প বয়সি মেয়েরা সোশ্যাল মিডিয়ার দৌলতে সারাক্ষণ নিজেকে নিখুঁত ভাবে তুলে ধরার চাপে থাকে। সৌন্দর্যকেই তারা সাফল্যের মাপকাঠি বলে ধরে নেয়।

img

জাহ্নবী বলেন, “আমি কখনও গেটকিপিংয়ের পক্ষপাতী নই। আমি সেই তরুণীদের মধ্যে ছিলাম, যাদের উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব খুব বেশি ছিল এবং সবাইকে একটি রূপের নিরিখে বিচার করা হত। আমি চাই না মেয়েদের মধ্যে ‘পূর্ণতা’ সম্পর্কে এমন ধারণা জন্মাক। আমি বিশ্বাস করি, যা তোমাকে আনন্দ দেয়, সেটাই করো।”

img

তারপর জাহ্নবী অনলাইনে ছড়িয়ে পড়া গুজব নিয়ে কথা বলেন। বিশেষ করে যে ভাইরাল ভিডিওগুলিতে বলা হয়েছে তিনি চোখের সার্জারি বা ‘বাফেলো-প্লাস্টি’ করেছেন। তিনি হেসে বলেন, “আমি সব সময়ই বুদ্ধিমতী, সংযমী এবং ঠিকভাবে সিদ্ধান্ত নিই। অবশ্যই মা পাশে ছিলেন। আমি এটা বলতে চাই যে, কোনও তরুণী যদি এই ধরনের ভিডিও দেখে এবং ঠিক করে ‘আমারও এটা করতে হবে’, এবং কিছু ভুল হয়ে যায়, তবে সেটা সবচেয়ে খারাপ হবে। স্বচ্ছতা সব সময় গুরুত্বপূর্ণ।”

img

জাহ্নবী তাঁর মায়ের পরামর্শও স্মরণ করেন। তিনি বলেন, “মা সবসময় বলতেন, সৌন্দর্য আত্মবিশ্বাস বাড়ানোর জন্য, তোমার মূল্য নির্ধারণের জন্য নয়। কখনও যদি কিছু পরিবর্তন করার সিদ্ধান্ত নাও, তা কেবল নিজের জন্য হোক, ভয় বা তুলনার কারণে নয়।”