‘স্ত্রী’ থেকে টানা ‘দ্বিতীয় মহাযুদ্ধ’: শ্রদ্ধা কাপুর, আয়ুষ্মান, বরুণ ও অক্ষয়ের হরর-কমেডি ইউনিভার্সের ছবিগুলির সম্পূর্ণ টাইমলাইন

img

দীনেশ ভিজানের তৈরি ম্যাডোক হরর কমেডি ইউনিভার্স আজ বলিউডের অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি। ভারতীয় লোককথার ভয় ও হাসির মিশেলে গড়ে উঠেছে এই সিরিজ।

img

এই ইউনিভার্সের শুরু হয়েছিল ২০১৮ সালে স্ত্রী ছবির মাধ্যমে। শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি, অপরশক্তি খুরানাদের অভিনয়ে ছবিটি হয়েছিল সুপারহিট।

img

এরপর আসে 'ভেড়িয়া', যেখানে ছিলেন বরুণ ধাওয়ান ও কৃতি শ্যানন। এই দুই ছবিই পরিচালনা করেন অমর কৌশিক।

img

তৃতীয় অধ্যায় 'মুঞ্জ্যা' পরিচালনা করেন আদিত্য সারপোতদার। অভিনয়ে অভয় বর্মা, মোনা সিং ও শর্বরী।

img

চতুর্থ কিস্তি 'স্ত্রী ২'-এ আবার ফিরে আসেন শ্রদ্ধা–রাজকুমার।

img

পঞ্চম অধ্যায় 'থামা'–তে দেখা মিলছে আয়ুষ্মান খুরানার, আর সঙ্গে রয়েছেন রশ্মিকা মন্দানা। আদিত্য সারপোতদার পরিচালিত এই ছবিটি ভয় ও হাসির দারুণ সংমিশ্রণ, যার সঙ্গে ভারতীয় লোকবিশ্বাসের টানটান যোগ।

img

এরপর আসছে 'শক্তি শালিনী', যেখানে প্রথমে কিয়ারা আদবানি অভিনয় করার কথা ছিল, কিন্তু মাতৃত্বের কারণে তিনি সরে দাঁড়ান। তাঁর জায়গায় অভিনয় করছেন অনীত পাড্ডা।

img

এরপরে দেখা যাবে 'ভেড়িয়া ২', যেখানে বরুণ ধাওয়ান আবার ফিরবেন, কৃতি শ্যাননও সম্ভবত থাকবেন।

img

সবচেয়ে বড় আকর্ষণ অবশ্য 'চামুণ্ডা'-এই ছবিতে থাকবেন আলিয়া ভাট, আর খলনায়ক হিসেবে ফিরবেন অক্ষয় কুমার।

img

এরপর আসছে 'স্ত্রী ৩', যেখানে আগের দলই থাকবে, তবে এবার অক্ষয় কুমার মূল প্রতিপক্ষ!

img

ফ্র্যাঞ্চাইজির দশম ছবি এবং ‘মুঞ্জ্যা’র সিক্যুয়েল ‘মহা মুঞ্জ্যা’-তে আবারও ফিরছেন অভিনয় ভার্মা ও শর্বরী, যথাক্রমে বিট্টু ও বেলার চরিত্রে।

img

ফ্র্যাঞ্চাইজির এগারতম ছবি ‘প্রথম মহাযুদ্ধ’ বর্তমান ফেজের দুইভাগের ফাইনালের প্রথম অংশ হিসেবে তৈরি হবে।

img

ফ্র্যাঞ্চাইজির বারোতম ছবি ‘দ্বিতীয় মহাযুদ্ধ’ সরাসরি প্রথম মহাযুদ্ধ–এর ঘটনার ধারাবাহিকতা হিসেবে এগোবে। এই ছবিতে আগের সমস্ত কিস্তির চরিত্রগুলো একত্রিত হয়ে ২০২৮ সালে একটি মহাকাব্যিক সমাপ্তি দেবে।