পকেটে টান নয়! ভাইফোঁটা ২০২৫ এ আট 'আউট অফ দ্য বক্স' সাশ্রয়ী উপহারের তালিকা
Arya Ghatak
বুধবার, 22 অক্টোবর 2025
1
8
১) এখানে ৮ টি বাজেট-বান্ধব এবং একইসঙ্গে স্বাস্থ্যকর ভাইফোঁটা উপহারের তালিকা দেওয়া হল৷
2
8
২) ২০২৫ সালের ভাইফোঁটায় উপহার হিসেবে বাদাম, কাজু এবং আখরোটের মতো শুকনো ফলের একটি বাক্স দেওয়া যায়। কেবল স্বাদ নয় খাদ্যতালিকায় পুষ্টি যোগ করার একটি মজাদার উপায়।
3
8
৩) ভেষজ চা। যেমন ক্যামোমাইল বা গ্রিন টি, সুস্থতা বজায় রাখার জন্য দুর্দান্ত উপহার। সারাদিনের উৎসবের পর স্বাস্থ্যের জন্য এটি ভালো।
4
8
৪) সুগন্ধী৷ ল্যাভেন্ডার, পেপারমিন্ট বা ইউক্যালিপটাসের মতো প্রয়োজনীয় তেলগুলি একটি বাজেট-বান্ধব উপহার। এতে কেবল সুগন্ধ নয়, রাতে ঘুমও ভালো হয়৷
5
8
৫) বাদাম, ওটস দিয়ে হাতে তৈরী প্রোটিন বারের মতো উপহার ভাইফোঁটায় অনন্য৷ এটি স্বাস্থ্যকর এবং একইসঙ্গে সুস্বাদু।
6
8
৬) আপনার ভাই বা বোনকে আরও সক্রিয় হতে, স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখতে যোগ ম্যাট বা বাজেট-বান্ধব ফিটনেস ট্র্যাকার উপহার দেওয়া যায়৷
7
8
৭) ডার্ক চকোলেট ভাইফোঁটার একটা অন্যতম উপহার। এবং একইসঙ্গে এটি শরীরের জন্যও ভালো৷
8
8
৮) ভাইফোঁটার উপহার হিসেবে এক ঝুরি ফল দেওয়া যেতে পারে। খেতে সুস্বাদু এবং একইসঙ্গে স্বাস্থ্যকর ফল বেছে সুন্দর করে জারে সাজিয়ে ভাই বা বোনকে উপহার দিন।