পকেটে টান নয়! ভাইফোঁটা ২০২৫ এ আট 'আউট অফ দ্য বক্স' সাশ্রয়ী উপহারের তালিকা

img

১) এখানে ৮ টি বাজেট-বান্ধব এবং একইসঙ্গে স্বাস্থ্যকর ভাইফোঁটা উপহারের তালিকা দেওয়া হল৷

img

২) ২০২৫ সালের ভাইফোঁটায় উপহার হিসেবে বাদাম, কাজু এবং আখরোটের মতো শুকনো ফলের একটি বাক্স দেওয়া যায়। কেবল স্বাদ নয় খাদ্যতালিকায় পুষ্টি যোগ করার একটি মজাদার উপায়।

img

৩) ভেষজ চা। যেমন ক্যামোমাইল বা গ্রিন টি, সুস্থতা বজায় রাখার জন্য দুর্দান্ত উপহার। সারাদিনের উৎসবের পর স্বাস্থ্যের জন্য এটি ভালো।

img

৪) সুগন্ধী৷ ল্যাভেন্ডার, পেপারমিন্ট বা ইউক্যালিপটাসের মতো প্রয়োজনীয় তেলগুলি একটি বাজেট-বান্ধব উপহার। এতে কেবল সুগন্ধ নয়, রাতে ঘুমও ভালো হয়৷

img

৫) বাদাম, ওটস দিয়ে হাতে তৈরী প্রোটিন বারের মতো উপহার ভাইফোঁটায় অনন্য৷ এটি স্বাস্থ্যকর এবং একইসঙ্গে সুস্বাদু।

img

৬) আপনার ভাই বা বোনকে আরও সক্রিয় হতে, স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখতে যোগ ম্যাট বা বাজেট-বান্ধব ফিটনেস ট্র্যাকার উপহার দেওয়া যায়৷

img

৭) ডার্ক চকোলেট ভাইফোঁটার একটা অন্যতম উপহার। এবং একইসঙ্গে এটি শরীরের জন্যও ভালো৷

img

৮) ভাইফোঁটার উপহার হিসেবে এক ঝুরি ফল দেওয়া যেতে পারে। খেতে সুস্বাদু এবং একইসঙ্গে স্বাস্থ্যকর ফল বেছে সুন্দর করে জারে সাজিয়ে ভাই বা বোনকে উপহার দিন।