পারপ্লেক্সিটির পর চ্যাটজিপিটি, গুগল ক্রোমকে টক্কর দিতে অ্যাটলাসকে হাজির করলেন স্যাম অল্টম্যান, কীভাবে ব্যবহার করবেন

img

ইন্টারনেট ব্যবহার করার জন্য বর্তমানে বেশ কয়েকটি ব্রাউজার রয়েছে। বিং, অপেরা মিনি, সাফারি, মাইক্রোসফট এজ, গুগল ক্রোম ইত্যাদি। এর মধ্যে অন্যতম গুগলের নিজস্ব ব্রাউজার ক্রোম। বাজারে তাদের একচ্ছত্র আধিপত্য। অ্যান্ডয়েড অপারেটিং সিস্টেমে ক্রোম অবিচ্ছেদ্য অংশ। সাফারি অ্যাপলের নিজস্ব ব্রাউজার। আইফোন, আইপ্যাড, আইম্যাক-এ এটি উপলব্ধ থাকে।

img

কিছুদিন আগেই গুগল ক্রোমকে কেনার জন্য ৩৩ হাজার কোটি টাকা দর হাঁকিয়েছিল পারপ্লেক্সিটি। সেই প্রস্তাবে রাজি হয়নি ক্রোম। এর পরেই নিজস্ব ব্রাউজার কমেট বাজারে এনেছিল পারপ্লেক্সিটি। এ বার ক্রোমের বাজার দখল করতে নিজেদের প্রথম ব্রাউজার লঞ্চ করল স্যাম অল্টম্যানের সংস্থা ওপেনএআই। নাম চ্যাটজিপিটি অ্যাটলাস।

img

ওপেনএআই-এর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ওয়েব ব্রাউজারটির লক্ষ্য ব্যবহারকারীদের দৈনন্দিন ইন্টানরনেট অভিজ্ঞতায় এআই-কে কাজে লাগানো। অ্যাটলাস ক্রোমিয়াম ব্রাউজার (একটি ওপেন সোর্স ব্রাউজার, যার উপর ভিত্তি করে ক্রোম, মাইক্রোসফট এজ এবং অপেরা মিনি তৈরি)-এর উপর ভিত্তি করে তৈরি।

img

অ্যাটলাস বর্তমানে শুধু ম্যাকওএস-এই উপলব্ধ। ব্যবহারকারীরা এখন তথ্য খুঁজে পেতে পারেন, তাদের সারাংশ পেতে পারেন, গবেষণা করতে পারেন এবং ট্যাবগুলির মধ্যে স্যুইচ না করে বা তথ্য কপি-পেস্ট না করেই কাজগুলি করতে পারেন। উইন্ডোজ, অ্যান্ড্রয়েড এবং আইওএস-এর জন্য পরিষেবা শীঘ্রই চালু করা হবে। কীভাবে ব্যবহার করবেন অ্যাটলাসকে।

img

আপনার ম্যাকের যে কোনও ব্রাউজারে ক্লিক করুন এবং chatgpt.com/atlas-এ যান। ম্যাকওএস-এর ইনস্টলার ফাইল (.dmg) ডাউনলোড করে ফাইলটিতে ডাবল-ক্লিক করুন এবং অ্যাটলাসকে অ্যাপ্লিকেশনে নিয়ে আসুন। এবার অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাটলাস চালু করুন এবং অন-স্ক্রিন সেটআপ সম্পূর্ণ করুন।

img

অ্যাটলাস ইনস্টল করতে, উপরে উল্লেখিত ধাপগুলি অনুসরণ করতে হবে এবং ডাউনলোড করতে হবে। আপনার বর্তমান ChatGPT অ্যাকাউন্টে লগ ইন করুন। পুরনো ব্রাউজারের বুকমার্ক, পাসওয়ার্ড এবং ইতিহাস নতুন ব্রাউজারে সরিয়ে নিয়ে আসতে পারেন।

img

চ্যাটজিপিটির ফ্রি, প্রো, প্লাস এবং গো ব্যবহারকারীদের জন্য অ্যাটলাস উপলব্ধ রয়েছে আপাতত। বিজনেস ব্যবহারকারীরা বিটা ভার্সন ব্যবহার করতে পারবেন শুধু। যদি ইচ্ছে হয় তাহলে অ্যাটলাসকে ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহার করতে পারবেন।

img

অ্যাটলাস ব্যবহার করে ChatGPT সাইডবার ওয়েবপেজে সরাসরি কন্টেন্ট সারসংক্ষেপ, ব্যাখ্যা বা তুলনা করা সহজ হবে। ফর্ম পূরণ বা অন্যান্য ইন্টারনেট সংক্রান্ত কাজ, ব্রাউজিংয়ের বিষয়বস্তু সংরক্ষণ করে রাখা যাবে ভবিষ্যতের ব্যবহারের জন্য। ব্যবহারকারী দ্বারা সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। যে কোনও লেখার ভুল সংশোধন করা যাবে।

img

এছাড়াও ওয়েব ইঞ্জিনের সার্চ রেজাল্টের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করা যাবে। ক্রোম বা অন্যান্য ব্রাউজারের মতোই ট্যাব, বুকমার্কস, পাসওয়ার্ড এবং অন্যান্য পরিষেবা উপলব্ধ থাকবে।

img

ব্যবহারকারী যদি এটি পছন্দ না করেন তবে ব্রাউজিং তথ্য চ্যাটজিপিটি-কে প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হবে না। যে কোনও সময় সব ব্রাউজিং ইতিহাস মুছে ফেলা যাবে।