বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি, দীপাবলির পরেই মাত্রাছাড়া দূষণে প্রথম দশের তালিকায় কলকাতা, মুম্বইও
Pallabi Ghosh
বুধবার, 22 অক্টোবর 2025
1
7
দীপাবলিতে নির্দেশ অমান্য করেই দেদার আতশবাজি, শব্দবাজি ফাটানোর অভিযোগ উঠেছে রাজ্যে রাজ্যে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সবুজ বাজি পোড়ানোর নির্দেশ থাকলেও, তা আদতেই মানা হয়নি বহু জায়গায়। এর জেরেই এবার মাত্রাছাড়া দূষণের কবলে একাধিক শহর।
2
7
দীপাবলির ঠিক পরেই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় রয়েছে ভারতের একাধিক বড় শহর। এমনকী বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথমেই রয়েছে দেশের একটি শহর। যে তালিকা যথেষ্ট উদ্বেগজনক।
3
7
সুইস এয়ার কোয়ালিটি ফার্ম আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) মান অনুসারে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হল দিল্লি। মঙ্গলবারের পর বুধবারেও সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে রাজধানী।
4
7
বিশ্বের প্রথম ১০টি দূষিত শহরের তালিকায় রয়েছে দেশের আরও দু'টি শহর। এবার প্রথম ১০-এর তালিকায় রয়েছে মুম্বই ও কলকাতা। দীপাবলিতে বাজি পোড়ানোর জেরে এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে মুম্বই এবং অষ্টম স্থানে রয়েছে কলকাতা।
5
7
দীপাবলির আবহে বায়ুদূষণে জেরবার পাকিস্তানের একাধিক শহরও। বিশ্ডবের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লাহোর এবং চতুর্থ স্থানে রয়েছে করাচি।
6
7
সুইস এয়ার কোয়ালিটি ফার্ম আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তৃতীয় স্থানে রয়েছে কুয়েত। ষষ্ঠ স্থানে উজবেকিস্তানের তাশখন্দ। সপ্তম স্থানে রয়েছে কাতারের দোহা, নবম স্থানে অস্ট্রেলিয়ার ক্যানবেরা, দশম স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা।
7
7
দিল্লির ৩৮টি জায়গার মধ্যে ৩৬টি জায়গায় বাতাসের গুণগত মান বা একিউআই 'খুব খারাপ' পর্যায়ে রয়েছে। এই জায়গাগুলি রেড জোনের আওতায় রয়েছে। একাধিক শহরে একিউআই ৪০০ ছাড়িয়ে গেছে।