শূন্য রানে আউট হয়েও রেকর্ড, পার্থে প্রথম একদিনের ম্যাচে কোহলির নামের পাশে বসল এই পরিসংখ্যান
কৌশিক রায়
সোমবার, 20 অক্টোবর 2025
1
7
চ্যাম্পিয়ন্স ট্রফির পর সদ্য অস্ট্রেলিয়া সিরিজে কামব্যাক করেছেন সুপারস্টার বিরাট কোহলি। কিন্তু কামব্যাক ইনিংসটা খুব একটা সুখকর হয়নি। খাতা না খুলেই শূন্য রানে ফিরতে হয়েছে কোহলিকে।
2
7
পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খাতা না খুলেই সাজঘরে ফেরেন বিরাট। মিচেল স্টার্কের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
3
7
বিরাট প্রথম ম্যাচে মোট ৮ বল খেলেন। কিন্তু রান আসেনি তাঁর ব্যাট থেকে। মিচেল স্টার্কের বলে কোহলির ক্যাচ নেন পয়েন্টে দাঁড়িয়ে থাকা কুপার কনোলি। পার্থে প্রচুর দর্শক এসেছিলেন কোহলির ব্যাটিং দেখতে। কিন্তু তাদের হতাশা নিয়েই ফিরতে হয়।
4
7
এখানেও বিরাট উল্লেখযোগ্য একটি রেকর্ড গড়েন। অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম শূন্য রানে আউট হলেন তিনি। এর আগে তিনি অজিভূমে কখনও খাতা না খুলে আউট হননি।
5
7
ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার তালিকায় বিরাট রয়েছেন তৃতীয় স্থানে(৩৯)। তার আগে রয়েছেন জাহির খান (৪৪) এবং ইশান্ত শর্মা (৪০)।
6
7
পার্থে ভারতের হয়ে ৫৫১তম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন কোহলি। পরের ওডিআই অ্যাডিলেডে বৃহস্পতিবার। সেখানে তিনি রান পাওয়ার আশায় নামবেন। ২০২৭ বিশ্বকাপ খেলার লক্ষ্যেই রোহিত এবং বিরাট এগোচ্ছেন।
7
7
অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির পারফরম্যান্স বরাবরই প্রশংসনীয়। নিজের সেরাটা বরাবর দিয়ে এসেছেন তিনি। যে কারণে ভারত তো বটেই, অস্ট্রেলিয়ানরাও শ্রদ্ধা করেন কোহলিকে। আগামী দু’ম্যাচে কোহলিকে চেনা ছন্দে দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।