সুপ্রিম কোর্টের নির্দেশই সার! রাতভর ফাটল বাজি, দীপাবলির সকালে ধোঁয়াশার চাদরে ঢাকা দিল্লি, দূষণ 'অতি খারাপ' পর্যায়ে

img

দীপাবলির সকালে সাদা ধোঁয়াশার চাদরে ঢাকা রাজধানী। উদযাপনে সামিল হয়েই বাজি ফাটানোর জেরে দিল্লির দূষণ পরিস্থিতি অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছল। আজ ও আগামিকাল, পরিস্থিতি আরও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছতে পারে।

img

সোমবার সকাল আটটা নাগাদ দিল্লির বাতাসের গুণগত মান বা একিউআই ছিল ৩৩৫। যা 'অতি খারাপ' পর্যায়ে পৌঁছে গেছে। গতকাল পর্যন্ত দিল্লির একিউআই 'খারাপ' পর্যায়ে ছিল। অর্থাৎ ২০০-র খানিকটা উপরে।

img

গত সপ্তাহে শীর্ষ আদালত দীপাবলি উপলক্ষে সবুজ বাজি বা গ্রিন বাজি ফাটানোর অনুমতি দিয়েছিল দিল্লিতে। গতকাল রাতের পর আজ সকালেও দিল্লির বিভিন্ন জায়গায় বাজা ফাটিয়ে উদযাপনে মেতে ওঠেন হাজার হাজার মানুষ। এরপরই ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে দিল্লি।

img

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লির অধিকাংশ জায়গায় আজ বাতাসের গুণগত মান ৩০০-র উপরে রয়েছে। তবে একাধিক জায়গায় একিউআই ৪০০ ছাড়িয়ে গেছে। আনন্দ বিহারে আজ একিউআই ছিল ৪১৪ এবং ওয়াজিপুরে ছিল ৪০৭। যা 'অত্যন্ত খারাপ' পর্যায়ে পৌঁছেছে।

img

শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, আজ রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দিল্লিতে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, নিয়ম ভেঙে অনেকেই শব্দবাজিও ফাটিয়েছেন। বায়ুদূষণ, শব্দদূষণে দীপাবলির আবহে জেরবার দিল্লি।

img

অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দীপাবলির শুভেচ্ছা জানিয়ে দূষণ রোধে সাধারণ মানুষকে সচেতন থাকার আবেদন করেছেন। সবুজ বাজি ফাটানোর আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রদীপ জ্বালিয়ে, রঙ্গোলি বানিয়েও দীপাবলি উদযাপনে উৎসাহ দিয়েছেন।

img

দিওয়ালিতে দিল্লি - এনসিআর এলাকায় পরিবেশবান্ধব বাজি, বা গ্রিন বাজি পোড়ানোর অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছিল। বুধবার সেই আবেদনে সাড়া দিয়ে অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। দিওয়ালির আবহে দিল্লিতে দূষণ রোধে পুলিশ নিয়মিত নজরদারি চালাচ্ছে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে বাজি বিক্রি ও পোড়ানো হচ্ছে কি না, তাও দেখা হচ্ছে প্রতিটি এলাকায়। কোনও ই-কমার্স সাইটে সবুজ বাজি বিক্রি করা যাবে না।