৭১ বছর পর দীপাবলিতে একাধিক বিরল সংযোগ, কালীপুজোয় ভাগ্যের তালা খুলবে পাঁচ রাশির! টাকার জোয়ারে ভাসবেন কারা?
Soma Majumdar
সোমবার, 20 অক্টোবর 2025
1
9
জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের স্থান পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির উপর শুভ-অশুভ প্রভাব ফেলে। ঠিক যেমন আজ দীপাবলিতে বেশ কয়েকটি রাশির উপর একাধিক দুর্লভ সংযোগের প্রভাব পড়বে৷
2
9
কার্তিক মাসের অমাবস্যায় পালিত হয় কালীপুজো। মূলত বাংলা, অসম এবং ভারতের অন্যান্য কিছু জায়গায় কালীপুজো হয়ে থাকে। অন্যদিকে, এই সময়ে দীপাবলি বা দিওয়ালি পালিত হয় গোটা ভারতে। এবার একই দিনে পড়েছে কালীপুজো ও দীপাবলি। আজ সোমবার ২০ অক্টোবর কালীর আরাধনা এবং লক্ষ্মী বা লক্ষ্মী গণেশের আরাধনা হবে। এবারের দীপাবলিতে ৭১ বছর পর বেশ কয়েকটি গ্রহের বিরল সংযোগ তৈরি হচ্ছে। যার মধ্যে অন্যতম হংসরাজ এবং বুধাদিত্য।
3
9
হংসরাজ এবং বুধাদিত্য রাজযোগ ১৯৫৪ সালে দীপাবলিতে গঠিত হয়েছিল। আবার এদিন বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে গোচর করছে। একইসঙ্গে দীপাবলিতে সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে। যেখানে বুধের সঙ্গে সংযোগে বুধাদিত্য রাজযোগ কার্যকর হতে চলেছে। আবার তুলা রাশিতে মঙ্গল এবং সূর্যের সংযোগে আদিত্য মঙ্গল যোগ তৈরি হবে।
4
9
অন্যদিকে, কন্যা রাশিতে চন্দ্র ও শুক্রের সংযোগ কালনিধি যোগ তৈরি করবে। এছাড়াও কালীপুজোয় থাকবে সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাব। এই সমস্ত যোগের কারণে দীপাবলিতে কয়েকটি রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
5
9
মেষ: দীপাবলি মেষ রাশির জন্য আনন্দের দিন নিয়ে এসেছে। সঠিক জায়গায় জ্ঞান কাজে লাগালে উন্নতির যোগ রয়েছে। আয়ের নতুন সন্ধান পেতে পারেন। আত্মবিশ্বাসের সঙ্গে যে কোনও কাজ করলে সাফল্য পাবেন। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। পরিবারের সদস্যদের থেকে সুসংবাদ পেতে পারেন।
6
9
মিথুন: দীপাবলিতে সুখ-সমৃদ্ধিতে ভরে উঠতে চলেছে মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবন। নতুন সম্পত্তি কেনার যোগ রয়েছে৷ অনেক দিনের অপূর্ণ ইচ্ছে পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে সুখ্যাতি অর্জন করবেন। কর্মসূত্রে দূরে ভ্রমণ করতে পারেন। সন্তানের স্বাস্থ্যের দুশ্চিন্তা কমবে।।
7
9
কর্কট: কর্কট রাশির জন্য দীপাবলি শুভ।হংস রাজযোগের সুবিধা পাবেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মজীবনে সাফল্য মিলতে পারে। অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন। আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বিলাসবহুল জীবনযাপনের সুযোগ পাবেন। সমাজে প্রতিপত্তি, সম্মানও বাড়বে৷
8
9
কন্যা: দীপাবলি কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখের দিন নিয়ে এসেছে। কর্মজীবনে দীর্ঘ প্রতীক্ষিত সুযোগ পাবেন। সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে প্রমোশন পেয়ে পারেন। আয় ও ব্যয়ের সামঞ্জস্য রেখে সঞ্চয়ের পথ প্রশস্ত হবে৷
9
9
মকর: দীপাবলিতে মকর রাশির সুদিন ফিরতে চলেছে। অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে৷ অনেক দিনের আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। ব্যক্তিত্ব অনেক আকর্ষণীয় হয়ে উঠবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। নিজের ব্যবহারে সকলের মন জয় করবেন।