সোনার দামে ছ্যাঁকা, তবুও দেদার বিক্রি! ধনতেরাসে উপচে পড়া ভিড় দোকানে, কিসের বিক্রি সবচেয়ে বেশি?

img

সর্বকালের রেকর্ড ছুঁয়েছে হলুদ ধাতুর দর। যা বর্তমানে আদতেই মধ্যবিত্তদের নাগালের বাইরে। সোনার দাম এতটাই ঊর্ধ্বমুখী, তা ঘিরে ধনতেরাসের আগে থেকেই দুশ্চিন্তায় ছিলেন ব্যবসায়ীরাও। আদৌ সোনা বিক্রি হবে কিনা, বাড়ছিল উদ্বেগ।

img

কিন্তু সমীক্ষা বলছে, সোনার দাম রেকর্ড ছুঁলেও, চলতি বছরে ধনতেরাসে দেদার বিক্রি হয়েছে। দোকানে দোকানে উপচে পড়েছে ভিড়। ধনতেরাসের পরেই দীপাবলি। সেই উপলক্ষেও সোনা বিক্রিতেও অবশেষে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। যদিও গত বছরের তুলনায় চলতি বছরে বিক্রি খানিকটা কমেছে। তবে তা উদ্বেগজনক নয়।

img

সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর ধনতেরাসে সোনার বিক্রির হার ১০ থেকে ১৫ শতাংশ কমেছে। কমেছে ২২ ক্যারাট সোনার বিক্রিও। সোনার গয়নার তুলনায়, খাঁটি সোনার বিক্রি হয়েছে কয়েকগুণ বেশি।

img

অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের চেয়ারম্যান রাজেশ রোকদে জানিয়েছেন, সোনার দামের কারণেই গয়না বিক্রি বেশি হয়নি। সেখানেই ধাক্কা খেয়েছেন বহু ব্যবসায়ী। গতবছরের তুলনায় এ বছর সোনার গয়না বিক্রির হার কমেছে ৩০ শতাংশ।

img

তবে দেদার বিক্রি হয়েছে খাঁটি সোনা। ক্রেতারা সোনার বার, সোনার কয়েন কিনেছেন প্রচুর। সোনার গয়নায় বাড়তি মজুরি থাকে। সেই কারণেই সোনার কয়েনের তুলনায় সোনার গয়না অনেক দামী। গতবারের তুলনায় এবার ধনতেরাসে সোনার দাম ৬০ শতাংশ বেড়েছে।

img

গয়না বিক্রির হার বাড়াতে সোনার গয়নার মজুরিতেও ছাড় দেওয়া হয়েছে। তবুও সোনার বার, কয়েন কিনে তাতেই ইনভেস্ট করতে আগ্রহী হচ্ছেন ক্রেতারা। ধনতেরাসে রুপোর গয়না, কয়েন, বার বিক্রি হয়েছে প্রচুর।

img

সোনার ব্যবসায়ীরা জানিয়েছেন, ধনতেরাস থেকে শুরু করে দীপাবলি, ভাইফোঁটা পর্যন্ত কেনাকাটা করেন ক্রেতারা। সোনার দামের কারণেই খাঁটি সোনা কিনতে আগ্রহী সকলে। সামনেই বিয়ের মরশুম। সেই আবহকে মাথায় রেখেই খাঁটি সোনায় ইনভেস্ট করছেন অনেকে।