ধনতেরাসে এই ৫টি কাজ করেছেন কী মরেছেন! জেনে নিন কী কী

img

প্রতি বছর ধনতেরাস উৎসব ধুমধাম করে পালিত হয়, ২০২৫ সালে এটি ১৮ অক্টোবর (শনিবার) পড়েছে। এই দিন থেকেই দীপাবলির সূচনা হয়। ভগবান ধন্বন্তরি, কুবের দেব ও মা লক্ষ্মীর পূজা করলে ঘরে আসে সম্পদ, সুখ ও সমৃদ্ধি। এই দিনে সোনা, রূপা, নতুন বাসন, ঝাড়ু, প্রদীপ ও ধনের বীজ কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

img

ধনতেরাসের সন্ধ্যায় ঘরে ঝাড়ু দেওয়া অত্যন্ত অশুভ বলে ধরা হয়। বিশ্বাস করা হয়, এতে ঘরের সম্পদ বেরিয়ে যায় ও দারিদ্র্যের আগমন ঘটে। তাই সূর্যাস্তের পর ঝাড়ু ব্যবহার না করাই শ্রেয়। সকালে ঘর পরিষ্কার করে দিনটি শুভভাবে শুরু করা উচিত।

img

জ্যোতিষ মতে, ধনতেরাসের সন্ধ্যায় লবণ দান করলে মা লক্ষ্মী রুষ্ট হন। এতে ঘর থেকে শান্তি ও সুখ দূরে সরে যায় এবং রাহুর প্রভাব বৃদ্ধি পায়। এর ফলে আর্থিক অস্থিরতা দেখা দিতে পারে। তাই এই দিন লবণ দান থেকে বিরত থাকাই ভালো।

img

ধনতেরাসে কাউকে টাকা ধার দেওয়া বা কোনো জিনিস ধরে দেওয়া অশুভ বলে মনে করা হয়। এতে আর্থিক ক্ষতি হতে পারে এবং লক্ষ্মী-কুবেরের কৃপা ঘরে স্থায়ী হয় না। বাস্তু শাস্ত্র অনুযায়ী, এই দিনে ধার দিলে ঘরে দারিদ্র্য নেমে আসে। তাই আজকের দিনে লেনদেন এড়িয়ে চলুন।

img

ধনতেরাসের দিনে পেঁয়াজ, রসুন বা আমিষ খাবার খাওয়া উচিত নয়। এগুলি তামসিক আহার হিসেবে গণ্য হয়, যা শুভফল নষ্ট করে দেয়। দেবদেবীর কৃপা পেতে শুধুমাত্র সত্ত্বিক খাদ্য গ্রহণ করা উচিত। যেমন—ফল, খিচুড়ি, মিষ্টান্ন প্রভৃতি।

img

ধনতেরাসে নতুন বাসন কেনা শুভ, তবে খালি বাসন কেনা উচিত নয়। বাসন কেনার সময় তার মধ্যে কিছু জল, গুড়, মুড়ি বা মিষ্টি রাখলে তা শুভফল আনে। এটি ঘরে সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি প্রবাহ ঘটায়। এই নিয়ম মানলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয়।